ভক্তদের অনুরোধে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন পাওলি, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে (lockdown) বাড়ি বসে রবীন্দ্রসঙ্গীত (rabindrasangeet) গেয়ে শোনালেন পাওলি দাম (Paoli dam)। অনেকে অনুরোধ জানিয়েছিল তাঁকে গান শোনানোর জন‍্য। তাদের অনুরোধ রাখতেই এবার রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন অভিনেত্রী।

paoli dam 20170208 1200x675 1

ভিডিওতে পাওলি জানান, অনেকেই বার বার তাঁকে অনুরোধ করেছে গান গেয়ে শোনানোর জন‍্য। এবার তাদের অনুরোধ রাখলেন তিনি। খালি গলাতেই রবীন্দ্রসঙ্গীত গাইলেন অভিনেত্রী। ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও দাও প্রাণ’ গানটি গেয়ে শোনান পাওলি। খালি গলাতেই গানের স্থায়ী ও অন্তরা গেয়ে শুনিয়েছেন তিনি। এই ভিডিও নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন পাওলি।

https://www.instagram.com/tv/B-REWXtJrhs/?igshid=evt26qiyrik2

নেটিজেনরাও গান শুনে প্রশংসায় ভরিয়ে দিয়েছে পাওলিকে। কেউ বলেছেন, খুব সিম্পল অথচ খুব সুন্দর ভাবে গানটা গেয়েছেন তিনি। আবার কেউ কেউ বলেছেন, অভিনয় ছাড়া গানেও যে তিনি এত ভাল তা জানা ছিল না কারওরই। অনেকেই আরও গান শোনানোর অনুরোধ জানিয়েছেন তাঁকে। ইতিমধ‍্যেই ২৫ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।

https://www.instagram.com/p/B-CAM1YJjtK/?igshid=1l7jwnv7hvz0w

ভিডিওর শেষে সবাইকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন পাওলি। তিনি নিজেও বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে গৃহবন্দি হয়ে রয়েছেন। বাড়িতে বসেই একেক দিন একেক রকম কাজ করে সময় কাটাচ্ছেন তিন। কখনও তাঁকে দেখা গিয়েছে রান্নাঘরে ঢুকে চিলি পনির বানাতে আবার কখনও প্রিয় গানের সুরে নেচে উঠেছেন তিনি। সেই সব ভিডিওই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন পাওলি।

https://www.instagram.com/tv/B-MCV8VpT9M/?igshid=h40pigzejsea

https://www.instagram.com/p/B-L1gCdJ1HG/?igshid=19r76frl8k30o

লকডাউএ বাইরে বেরোনো বন্ধ, তাই বাড়িতেই শরীরচর্চা করছেন অভিনেত্রী। এরই মাঝে ছিল তাঁর মায়ের জন্মদিন। বাড়িতেই মায়ের জন্মদিন পালন করেন পাওলি। এমনকি রাজ চক্রবর্তীর মিউজিক ভিডিও ‘এই বাংলা আমার হাসবে আবার’ এর জন‍্য বাড়িতেই ভিডিও শুটও করেন তিনি।

https://www.instagram.com/p/B-ZvJAzpAec/?igshid=1rayct64bpgc3

https://www.instagram.com/tv/B-johLjpz10/?igshid=jf62sv1i7pim

প্রসঙ্গত, শেষবার ‘লভ আজ কাল পরশু’ ছবিতে দেখা গিয়েছিল পাওলিকে। সেই ছবিতে ছিলেন অর্জুন চক্রবর্তী ও মধুমিতা সরকারও। তার আগে দেবের বিপরীতে ‘সাঁঝবাতি’ ছবিতে দেখা গিয়েছে পাওলি দামকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর