খালি পেটে রোজ খান এক টুকরো পেঁপে, তেড়েফুঁড়ে পালাবে বড় বড় রোগ, কমবে ওজন, বাড়বে আয়ু!

বাংলা হান্ট ডেস্ক: আমাদের জীবনে রোগের বাড়-বাড়ন্ত। তবে রোগ আছে আর রোগের ওষুধ নেই সেটা তো হতে পারে না। গবেষকরা প্রতিনিয়ত এই নিয়েই আবিষ্কার করে চলেছেন। আজ এমন কোন অসুখ নেই যার কোন চিকিৎসা হয় না। তবে সবসময় ওষুধ খেলেই রোগ সারবে এমন কোন কথা নেই। এমন অনেক উপাদান রয়েছে যেগুলি খেলেই রোগ হয়ে যায় টাটা বাই বাই। তেমন একটি গুরুত্বপূর্ণ ফল হচ্ছে পেঁপে (Papaya)। এই পেঁপে (Papaya) শরীরে ম্যাজিকের মত কাজ করে।

তবে পেঁপের (Papaya) নাম শুনে অনেকেই নাক সিঁটকান। সকলেরই অপছন্দের তালিকায় এই ফলটি। কিন্তু চিকিৎসকরা বলছেন প্রতিদিন সকালে পেঁপে (Papaya) খেলে আপনার শরীর থেকে অনেক রোগ বেরিয়ে যায়। এমনকি ওজন পর্যন্ত বশে চলে আসে। পেঁপের (Papaya) যে কত গুণ আপনারা তা জানেনই না। খেয়ে দেখুন হাতেনাতে পাবেন উপকার।

পেঁপে (Papaya) খেলে ঠিক কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায় দেখুন:

১) হজম শক্তি বাড়ে: চিকিৎসকদের মতে, প্রতিদিন সকালে পেঁপে (Papaya) খেলে হজম শক্তির ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পায়। পেঁপেতে (Papaya) পুষ্টি উপাদান ভরে ভরে থাকে। বিশেষ করে এতে থাকা প্যাপাইন উৎসেচক, হজম ক্ষমতা বৃদ্ধি করে। তাই যারা ঘন ঘন গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য পেঁপে (Papaya) সবার আগে প্রয়োজন।

২) রোগ প্রতিরোধ ক্ষমতা: আপনি যদি প্রতিদিন পেঁপে (Papaya) খান তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ এই ফলটিতে রয়েছে অধিক মাত্রায় ভিটামিন সি। যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

The farmer made a huge profit by cultivating papaya and watermelon

 

৩) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এই ফলের জুড়ি মেলা ভার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পেঁপেতে (Papaya) রয়েছে একাধিক উপাদান। যেমন- অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন এ এর মতো উপাদানগুলি। এই উপাদানগুলি আপনার ত্বককে ভেতর থেকে সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের কোষের কার্যক্ষমতাও বাড়ায়।

৪) ওজন কমে: ওজন কমাতেও দারুন একটি উপাদান পেঁপে (Papaya)। যে সমস্ত ছেলেমেয়েরা অতিরিক্ত ওজন কিংবা মেদ বৃদ্ধির সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন প্রাতরাশে এই ফলটি খেতে পারেন।

আরোও পড়ুন : সুস্মিতা থেকে হরনাজ, এই প্রশ্নগুলির উত্তর দিয়েই মিস ইউনিভার্স জেতেন ভারতের সুন্দরীরা

৫) ডায়াবেটিস: ডায়াবেটিস রোগীদের সর্বদা চিকিৎসকরা পরামর্শ দেন পেঁপে (Papaya) খাওয়ার। কারণ পেঁপেতে (Papaya) থাকা বিশেষ কিছু উপাদান আপনার শরীরে ডায়াবেটিসকে বশে আনতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

৬) হাট রাখে সুস্থ: আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই সকালে পেঁপে (Papaya) খান। এই ফলে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এর ফলেই হৃদরোগেরঝুঁকি কয়েক গুণ কমে যায়।

৭) চোখের স্বাস্থ্য: বর্তমান যুগে চোখের সমস্যা লেগে রয়েছে ঘরে ঘরে। আর এই চোখের সমস্যা থেকে বাঁচতে এক টুকরো হলেও পেঁপে পাতে রাখুন। পেঁপের বিশেষ গুনে আপনার চোখ থাকবে ভালো।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর