মা অঙ্গনওয়াড়ি কর্মী, বাবা পেপার বিক্রেতা! দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে প্রথম চ্যান্সেই IAS হলেন মেয়ে

বাংলা হান্ট ডেস্কঃ হরিয়ানা সিভিল সার্ভিসেস পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল ৪৮ জন পরীক্ষার্থী পাশ করেছেন। তাঁদের মধ্যে একজন হলেন শিবজিৎ ভারতী। বছর ২৬-র শিবজিৎ ভারতী হরিয়ানার জয়সিংহপুরা গ্রামের একজন সংবাদপত্র বিক্রেতার মেয়ে। আর এই পরিবারের মেয়ে IAS অফিসার হওয়ায়, পরিবারে ছড়িয়ে পড়েছে খুশির হাওয়া।

সূর্য ওঠার আগেই বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ভারতীর বাবা গুরনাম সাইনি। সংবাদপত্র বিক্রির এই কাজে বছরে মাত্র ৪ টে দিন ছুটি পান তিনি। মা শারদা সাইনি কাজ করেন অঙ্গনওয়াড়িতে। এসবের মধ্যে থেকেও নিজের পড়াশুনার জায়গাটা ঠিক রেখে জীবনের লক্ষ্যে এগিয়ে গিয়েছিলেন ভারতী।

vvvvc 1

পূর্বেই এইচসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রথম প্রচেষ্টাতেই তিনি যোগ্যতা অর্জন করেছিলেন ভারতী। আর তারপর ভারতী নিশ্চিত ছিলেন যে তিনি UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে যাবেন। ২০১৫ সালে পাঞ্জাব ইউনিভার্সিটি, চণ্ডীগড় থেকে গণিত অনার্স থেকে স্নাতকোত্তর পাশ করেন ভারতী। ছোট বোন জনপ্রশাসনে স্নাতকোত্তর হন এবং তাঁর ভাই একজন স্পেশাল চাইল্ড।

নিজের এই সাফল্যের বিষয়ে ভারতী বলেন, ‘সাফল্যের জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন এবং এর অন্য কোনো বিকল্প নেই’। বইয়ের প্রতি ভালোবাসা থেকেই এই সফলতার দিকে এগিয়ে গিয়েছেন ভারতী। বই, সংবাদপত্র, ম্যাগাজিন পড়তে এবং ইউটিউবে ভিডিও দেখতে বেশ পছন্দ করেন ভারতী।

মেয়ের এই সাফল্যের জন্য ভারতীর বাবা খুবই গর্বিত। তবে পড়াশুনা চলাকালীন অনেকবার ভারতীর আত্মীয় তাঁর বিয়ের জন্য জোরাজুরি করতেন। কিন্তু তাঁর বাবা মা সর্বদাই ভারতীর পড়াশুনার প্রতি গুরুত্ব দিতেন। তাই আত্মীয়দের কথায় কান না দিয়ে, মেয়ের পরাশুনায় তাঁকে উৎসাহ দিতেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর