বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে (SSC Scam) তোলপাড় গোটা রাজ্য। সম্প্রতি নিয়োগে দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যার জেরে প্রায় ২৬০০০ শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছেন তারা। একধাক্কায় এত শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শিক্ষাব্যবস্থায় দেখা দিয়েছে ঘোর সংকট। এরই মাঝে চাপ আরও বাড়ালেন পার্শ্বশিক্ষকরা (Para Teachers)।
এবার কর্মবিরতির পথে পার্শ্বশিক্ষকরা Para Teachers
পার্শ্বশিক্ষকদের তরফে জানানো হয়েছে, আগামী সোম থেকে শুক্রবারের মাঝে চারদিন ক্লাস বয়কট করবেন তারা। বেতন বৃদ্ধির দাবিতে তাঁদের এই সিদ্ধান্ত। বেতন বৃদ্ধি না হলে, অতিরিক্ত কাজ করবেন না এমনই দাবি তুলে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস করাবেন না পার্শ্বশিক্ষকরা। ‘আনন্দবাজার ডট কম’র এক প্রতিবেদন থেকে এমনই খবর মিলেছে।
সরকারের কাছে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে ক্লাস বয়কটের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়ে মঞ্চের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, ২০১৮ সালে যৎসামান্য টাকা বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে সরকার আর কোনো পদক্ষেপ করেনি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই ক্লাস বয়কট করা হচ্ছে।
রিপোর্ট বলছে, ২০১৮ সালে প্যারা টিচারদের বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর ৩ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হয়। তবে তা খুবই সামান্য। প্রাথমিকে পার্শ্বশিক্ষকরা মাসিক ১০ হাজার টাকা ও উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকরা মাসিক পান ১৩ হাজার টাকা বেতন পান। এই আবহে এবার সংকটের পরিস্থিতিতে বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন তারা।
আরও পড়ুন: ব্যবস্থা নিয়েছে প্রশাসন, অশান্তি ইস্যুতে বিজেপি- RSS-কে নিশানা করে জনতাকে খোলা চিঠি মমতার
পার্শ্বশিক্ষকদের দাবি, স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি চলে গিয়ে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ফলে পার্শ্বশিক্ষকদের চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে তাঁদের বেতন বাড়ানো হোক সেই দাবিতে সরব হয়েছেন তাঁরা। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার পার্শ্বশিক্ষক রয়েছেন।