রাজ্যের শিক্ষকদের জন্য আসছে সুখবর! এক ধাক্কায় বাড়ছে বেতন! সামনে বড় আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন আগেই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার রাজ্যেট পালা। ফেব্রুয়ারিতেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন (West Bengal Budget)। বাজেট অধিবেশন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায়।

এই শিক্ষকদের জন্য আসছে সুখবর-Teachers

বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। ২৬ এর নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে যে একাধিক চমক অপেক্ষা করছে এমনটাই মত অভিজ্ঞমহলের। বিভিন্ন সামাজিক প্রকল্পের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও বড় ঘোষণা করতে পারে রাজ্য। বেতন বৃদ্ধি পেতে পারে প্যারা টিচারদেরও (Para Teachers)।

সূত্র বলছে, এবারের বাজেটে প্রাইমারি ও আপার প্রাইমারির প্যারা টিচারদেরও বেতন বৃদ্ধি করতে পারে সরকার। বর্তমানে প্রাইমারি ও আপার প্রাইমারি মিলিয়ে রাজ্যে প্যারা টিচারের সংখ্যা ৪৪ হাজার। ২০১৭ সালে শেষ বার এদের বড় বেতন বৃদ্ধি করা হয়েছিল রাজ্য তরফে। তারপর ২০২২ সাল থেকে প্রতি বছর ৫% হারে বেতন বৃদ্ধি করা হয়।

বর্তমানে প্রাইমারি প্যারা টিচাররা মাসিক ৯,৭৯৪ টাকা এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা ১২,৭৬৬ টাকা (কর্মিচারী ভবিষ্যনিধি তহবিলের টাকা কেটে) পান। ওদিকে স্পেশাল এডুকেটররা মাসিক ১২,২৭১ টাকা করে বেতন পান। সূত্রের খবর, এবার বাজেটে এক ধাক্কায় অনেকটাই বেতন বাড়তে পারে প্যারা টিচারদের। পাশাপাশি নয়া নিয়োগের ঘোষণাও হতে পারে। পাশাপাশি শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi), সিভিক ভলেন্টিয়ারদেরও বেতন বৃদ্ধি পেতে পারে বাজেটে।

teachers 7

আরও পড়ুন: ‘আমাকে তাড়িয়ে…’ মদন মিত্রের পর এবার শুভেন্দু! তৃণমূল নিয়ে বিস্ফোরক অভিযোগ

এছাড়াও লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করা হচ্ছে। পাশাপাশি, নতুন নিয়োগের সম্ভাবনাও রয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর