বাংলাহান্ট ডেস্কঃ স্টেজে দাঁড়িয়ে সামনে উপস্থিত বিশিষ্ট জনের মধ্যে থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) থেকে খেলরত্ন পুরস্কার গ্রহণ করেন কৃষ্ণ নাগর (Krishna Nagar)। কিন্তু হাসি মুখে এই সম্মান হাতে নিলেও, বাড়ি ফিরেই কান্নায় ভেঙে পড়লেন প্যারালিম্পিয়ান (Paralympian)।
তাঁর এই কাহিনী যে কোন সিলভার স্ক্রীনের গল্পকেও হার মানাবে। যখন তিনি রাষ্ট্রপতির হাত থেকে বিরল সম্মান খেলরত্ন পুরস্কার গ্রহণ করছিলেন, তাঁর ঠিক কিছু মুহূর্ত আগেই পৃথিবী থেকে বিদায় নেন তাঁর মা। কিন্তু এই খবরটা তাঁকে প্রথমে জানানো হয়নি। আর বাড়ি ফিরতেই অঝোর ধারায় কান্নায় ভেঙ্গে পড়েন এই ২২ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা।
কিছুদিন আগেই কৃষ্ণর মা ছাদ থেকে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু মাকে এই অবস্থায় রেখে কিছুতেই পুরস্কার আনতে যেতে চাইছিলেন না কৃষ্ণ। তবে চিকিৎসকদের আশ্বাস পেয়ে টোকিও প্যারালিম্পিক্সে সোনা জয়ী কৃষ্ণ দিল্লী গিয়েছিলেন পুরস্কার আনতে। কিন্তু তাঁর সেই পুরস্কার আর দেখতে পেলেন না তাঁর মা।
চিকিৎসকরা জানিয়েছেন, ছাদ থেকে পড়ে যাওয়ার পর কৃষ্ণর মায়ের শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আর সেই কারণেই তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। মাত্র ৫৯ বছর বয়সেই মারা যান তিনি।
এই দুঃখের সময় কৃষ্ণ জানিয়েছেন, ‘১০ ই নভেম্বর দিল্লী যাওয়ার প্রস্তুতি নেওয়া সময় দুপুর সাড়ে ১২ টা নাগাদ মাকে খাবার তৈরি করতে বলি আমি। সেই সময় বাবার বাড়িতে ছিলেন। আমি স্নান সেরে বেরিয়ে আসতেই বাইরে বিকট একটা আওয়াজ পাই। আর দেখি মা ছাদ থেকে নিচে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গেই আমরা আইসিইউতে ভর্তি করি। আমি এখানে থাকলে হয়ত মা এভাবে চলে যেত না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আমার’।