বেকারদের জন্য কাজের সুযোগ দিচ্ছে রাজ্য! মাধ্যমিক পাশে এই পদে কর্মী নিয়োগ

বাংলাহান্ট ডেস্ক : মাধ্যমিক উত্তীর্ণ হলেই এবার পশ্চিমবঙ্গে (West Bengal) চাকরির সুযোগ। চুক্তিভিত্তিক ভলেন্টিয়ার (Parallegal Volunteer) নিয়োগ করতে চলেছে সরকার। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ভলেন্টিয়ার নিয়োগ করা হবে রাজ্যের আইনি দপ্তরে। যোগ্যতা, আবেদন পদ্ধতি, বেতন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হল এই প্রতিবেদনে।

পদের নাম: Parallegal Volunteer (PLV)

   

শূন্য পদের সংখ্যা: ২টি

আরোও পড়ুন : চব্বিশে ঘুরে গেল ‘খেলা’! বাংলায় সবুজ ঝড়, সবুজ আবীরে মেখে সেলিব্রেশন শুরু TMC কর্মী সমর্থকদের

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পদে আবেদন জানানো যাবে। আবেদনকারীকে অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে। এছাড়াও এই পদে আবেদন জানাতে পারবেন কেবলমাত্র মহিলারাই।

মাসিক বেতন: দৈনিক কাজের ভিত্তিতে ৫০০ টাকা পারিশ্রমিক প্রদান করা হবে। যেহেতু এটি একটি চুক্তিভিত্তিক কাজ, সেহেতু স্থায়ী বেতন নেই।

আরোও পড়ুন : রাজধানী হয়ে যাবে মরুভূমি! প্রকাশ্যে এল এক ভয় ধরানো কারণ, উদ্বেগ বাড়াল হাইকোর্টের তথ্য

আবেদন পদ্ধতি: আলাদাভাবে আবেদন জানানোর দরকার নেই। নির্দিষ্ট দিনে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দিতে। শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সাথে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন।

A great paying job is available only after graduation

ইন্টারভিউয়ের ঠিকানা: জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর

ইন্টারভিউয়ের দিন: ৪ জুন, ২০২৪ তারিখে বেলা এগারোটার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে নথি ও আবেদন পত্র সহ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর