অনুদান নিয়ে রাজ্য সরকারকে একি বললেন পরমাত্মা মহারাজ! শুনে ভয়ে কাঁপছে তৃণমূল শিবির

বাংলা হান্ট ডেস্ক : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indore Stadium) মৌলবিদের ৫০০ টাকা ভাতা বাড়িয়ে দেওয়ায় চরম ক্ষুব্ধ হয় মুসলিম সমাজ। মমতার (Mamata Banerjee) বক্তৃতা চলার সময়ই দলে দলে মৌলবি মোয়াজ্জেমরা সভা ত্যাগ করে চলে আসেন। বাইরে এসেই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের দাবি মমতার সরকার তাঁদের অপমান করছে। এবার প্রশ্ন ওঠে এই ভাতা অনুদান নিয়ে কী ভাবছে হিন্দু সমাজ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলা হান্টের সাংবাদিক পৌঁছে যান পরমাত্মানন্দ মহারাজের কাছে।

কী বললেন পরমাত্মানন্দ মহারাজ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘ভাতা বাড়িয়ে বিশেষ কোনো লাভ হবে না তার চেয়ে আমি আমাদের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন সকলকে স্বাধীন ভাবে ধর্মাচরণের পরিবেশ দেওয়ার চেষ্টা করেন। একে ১০ টাকা দিলাম ওকে ১৫ টাকা দিলাম এসব না করে সমস্ত ধর্মের সমান অধিকারকে বজায় রাখুন। প্রত্যেক ধর্ম যেন তার মৌলিক অধিকার পালন করতে পারে সেদিকে উনি নজর দিন।’

উনি কি ভিক্ষা দিচ্ছেন? পরমাত্মানন্দ মহারাজ এদিন বলেন, ‘হিন্দু কে ধর্ম আচরণ করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। আইনকে সঙ্গে করে নিয়ে এসে ধর্ম পালন করতে হচ্ছে, অথচ অন্য ধর্মের মানুষ যা খুশি তাই করে যাচ্ছে এটা চলতে দেওয়া যায় না। সরকারের কাজ কি অনুদান দিয়ে দুর্গাপুজো করা? দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ইতু পুজো, এসব করার জন্য কি আমরা সরকারকে এনেছি? নাকি মুসলমানদের বিভিন্ন পরব করার জন্য এনেছি। সরকারকে এনেছি মানুষের উন্নতির জন্য, মানুষের কাজ করার জন্য সরকার সেসব না করে এইসব করছে কেন?’

রাম মন্দির হবেই : এরপরই সাংবাদিক প্রশ্ন করেন রাম মন্দির সম্পর্কে। জবাবে তিনি জানান, ‘রাম মন্দির নির্মাণ হবেই এই ভারতবর্ষের প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যেই রাম আছে। সেই সমস্ত হৃদয় আজ এক হয়েছে। তাই রাম মন্দির হবেই। ২০২৪ সালেই হবে উদ্বোধনে। ভব্য মন্দির নির্মাণ হচ্ছে কাজ অনেকটাই হয়ে এসেছে।’

আরও পড়ুন : ‘এগরোল বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক!” মন্ত্রী সুজিত বসুকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস সুকান্ত মজুমদারের

সমস্ত মন্দিরই ফেরত পেতে চাই : পরমাত্মা মহারাজ আরও বলেন, ‘শুধু রাম মন্দিরেই থেমে থাকলে হবে না। ভারত পরিচিতি পেয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি হিসেবে সেই শ্রীকৃষ্ণের জন্মভূমি আজ অন্যের হস্তগত। সেই জন্মভূমিকে আমরা ফিরিয়ে আনবই। সেখানেও ভব্য মন্দির নির্মাণ হবে। জ্ঞানবাপীতে শিবলিঙ্গ পাওয়া গেছে। সেখানেও একটা সময় শিব মন্দির নির্মাণ হবে। আজ না হলেও খুব তাড়াতাড়ি হবে।’


Sudipto

সম্পর্কিত খবর