অর্ণব গোস্বামীকে গ্রেফতার করানো পরমবীর সিংয়ের বিরুদ্ধেই কোটি কোটি টাকার তোলাবাজির অভিযোগ

বাংলাহান্ট ডেস্কঃ অর্ণব গোস্বামীকে গ্রেফতার করানোর পর এবার নিজেই তোলাবাজির অভিযোগে জড়ালেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং (parambir singh)। এই মাসের শুরুতেই ৩ ব্যবসায়ী এই গুরুতর অভিযোগ আনেন। এবার সেই ব্যবসায়ী ব্যবসায়ী কেতন মনসুখলাল তান্না ও ক্রিকেট বুকি সোনু জালানের বয়ান রেকর্ড করল সিআইডি।

পরমবীর সিং সহ কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন সোনু জালাল, কেতন মনসুখলাল এবং মুনির আহমেদ। তাঁদের দাবি, তাঁদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে তাঁদের থেকে প্রায়ই কোটি টাকা আদায় করতেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং।

investigation

এরই মধ্যে আবার মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে একটি চিঠি মারফত সোনু জালাল অভিযোগ করেন, ৩.৪৫ কোটি টাকা তোলাবাজির সঙ্গে যুক্ত রয়েছেন পরমবীর সিং সহ কয়েকজন পুলিশ অফিসার।

এই ঘটনার পরবর্তীতে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, ‘রোজই পরমবীর সিংয়ের নামে নতুন নতুন অভিযোগ প্রকাশ্যে আসছে। বিভিন্ন ব্যবসায়ীরাই যে শুধু তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনছেন তা নয়, পুলিশ অফিসার অনুপ ডাঙ্গে ও ভীমরাও ঘাটগেও পরমবীর সিং-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন’।

সোনু জালান ও কেতান তান্নার থেকে অভিযোগ পাওয়ার পর, বুধবার তাঁদের নবি মুম্বইয়ের সিআইডি অফিসে ডেকে পাঠানো হয়। তাঁদের সঙ্গে কথা বলার পর প্রায় ৩ ঘন্টা ধরে সেখানেই তাঁদের বয়ান রেকর্ড করা হয়। এবিষয়ে সোনু জালান বলেন, ‘পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করায় আমি খুবই খুশি। আমাদের আবারও পরমবীর সিংয়ের বিরুদ্ধে প্রমাণ নিয়ে আসার কথা বলা হয়েছে’।


Smita Hari

সম্পর্কিত খবর