মায়ের সাথে পরমব্রতর লিপলক, রীতিমত অভিনেতাকে মারতে উদ্যত হন জুনপুত্র

বাংলাহান্ট ডেস্কঃ এগোচ্ছে যুগ, সিনেমাও হচ্ছে সাবলীল। চরিত্রের প্রতি “জাস্টিস” করতে সাহসী দৃশ্যে অভিনয় করতেও পিছপা হয়না দক্ষ নায়ক নায়িকা। তবে যে দৃশ্য একাধারে সাহসী, কোনো কোনো দিক থেকে তা বিতর্কিতও বটে। এমনও দেখা গেছে সিনেমায় অভিনয়ের প্রশংসা থেকে বেশি, কোনো বিশেষ দৃশ্যের জন্য আলোচিত হয়েছে কোন নায়িকার চরিত্র। অভিনীত চরিত্র নয়, তার ব্যক্তিগত জীবন।

বছর কয়েক আগে এমনই একটি ঘটনা উঠে আসে সকলের সামনে, ঘটনাটি বাংলা চলচ্চিত্রের অন্যতম দক্ষ অভিনেত্রী এবং তৃণমূল বিধায়ক জুন মালিয়ার। দেবশঙ্কর হালদার সঞ্চারিত একটি রিয়েলিটি শোতে এমনই একটি ঘটনা প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তিনি জানান, এক সিনেমায় সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এর সাথে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয় জুন মালিয়াকে। দৃশ্যটি লোক মহলে কতটা চর্চিত অথবা আলোচিত হয়েছিল সেটা ঘটনা নয়, বিষয়টি হলো সেই দৃশ্যটি দেখে রেগে আগুন হয়ে যায় জুন মালিয়ার পুত্র শিবেন।

কথা হচ্ছে গৌতম ঘোষ নির্মিত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত “যাত্রা” ছবিটির ব্যাপারে। এই সিনেমার একটি দৃশ্যে, পরমব্রত এবং জুনের একটি চুম্বন দৃশ্য সদ্য কৈশোরে পা রাখা শিবেনকে অস্বস্তিতে ফেলে দেয়। সে সরাসরি প্রশ্ন করে তার মাকে যে, সে সেটি কেন করল। অভিনেত্রী জানান, এটি বাস্তব নয়, একটি সিনেমার দৃশ্য এবং তাদের পেশার একটি অংশবিশেষ, এই কথাটি পুত্র শিবেন কে বোঝাতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হন তিনি। অবশেষে পুত্রকে জানান এমন দৃশ্যে আগামী সময় তিনি আর অভিনয় করবেন না।

সিঙ্গেল মাদার হিসেবে যথেষ্ট দায়িত্ববান অভিনেত্রী নিজে। পুত্র শিবেন, এবং কন্যা শিবাঙ্গী নিয়েই তার ভাবনা চিন্তা, সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত না এমনকি অভিনয় পর্যন্ত। সঞ্চালক দেবশংকরকে জুন মালিয়া জানান, শিবেন এতটাই রাগান্বিত হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সেই দৃশ্যে, যে সে তাকে মারতে পর্যন্ত উদ্ধত হয়। আসলে পরমব্রতর সঙ্গে শিবেনের সম্পর্ক খুব ভালো। তাই ওই বয়সে, নিজের মায়ের সঙ্গে এমন ঘনিষ্ঠ দৃশ্যে তাকে দেখে খুব আঘাত পেয়েছিল শিবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর