বাংলাহান্ট ডেস্ক : বছর দুয়েক আগেই আচমকা বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। টলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ যখন সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর গলায় মালা দিলেন, বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠেছিল এক নিমেষে। অনুপমের সংসার ভাঙার জন্য তুমুল ছিছিক্কার শুনতে হয়েছিল পরম (Parambrata Chatterjee) পিয়াকে। সেসব অবশ্য এখন অতীত। প্রাক্তন স্ত্রীর পর ফের বিয়ে সেরেছেন অনুপমও। আর এবার নতুন সুখবর দিলেন পিয়া পরম।
সন্তান আসার সুখবর দিলেন পরমব্রত (Parambrata Chatterjee) পিয়া
পরিবার বাড়ছে তাঁদের। মা বাবা হতে চলেছেন পিয়া এবং পরমব্রত (Parambrata Chatterjee)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছেন দুজনে। চলছে প্রেমের মরশুম। আর এই ভালোবাসার মরশুমেই নতুন সদস্য আগমনের সুখবর শেয়ার করেছেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি।
কী লিখলেন পিয়া: সোশ্যাল মিডিয়ায় নিজেদের যুগল ছবি এবং দুই পোষ্যের ছবি শেয়ার করেছেন পিয়া। সঙ্গে লিখেছেন, ‘প্রেম দিবসের পার্টিতে একটু দেরি হয়ে গেল। আমরা একটু ব্যস্ত ছিলাম’। সঙ্গে পরিচয় করিয়েছেন নিজেদের পরিবার এবং আসন্ন সদস্যের সঙ্গে। পরমব্রত (Parambrata Chatterjee) জায়া লিখেছেন, ‘আমাদের ভালোবাসার অংশ বেড়ে উঠছে, একটা ছোট্ট মানুষ খুব তাড়াতাড়ি যোগ দেবে দলে’। পিয়ার পোস্ট শেয়ার করেছেন পরমব্রত (Parambrata Chatterjee)।
আরো পড়ুন : মাত্র ৬ মাসেই শেষ “বেঙ্গল টপার” প্রোডাকশনের সিরিয়াল, চ্যানেল বদলে নতুন গল্পে এন্ট্রি নায়কের
কবে আসছে সন্তান: চলতি বছরেই আসতে চলেছে পরম (Parambrata Chatterjee) পিয়ার প্রথম সন্তান। কিন্তু এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও খোলসা করেননি তাঁরা। কিছুদিন আগে পরমব্রত (Parambrata Chatterjee) পরিচালিত ‘এই রাত তোমার আমার’ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পিয়া। কিন্তু তাঁকে দেখে অন্তঃসত্ত্বা বলে বোঝাই যায়নি।
আরো পড়ুন : বদলে যাচ্ছে নায়ক নায়িকা, ২ বছরের হিট মেগাকে বাঁচাতে গল্পই ঘুরিয়ে দিল জি বাংলা!
প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে সারেন পরমব্রত পিয়া। বিতর্কের মাঝেই ছিমছাম ভাবে আইনি সইসাবুদ করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের এক বছর হওয়ার পরেই সন্তানের জন্ম দিতে চলেছেন পিয়া। তাঁদের বিয়ে নিয়ে সে সময় চূড়ান্ত বিতর্ক হয়েছিল। অনুপমকে ‘ঠকানো’র অভিযোগ উঠেছিল পরমব্রত পিয়ার বিরুদ্ধে। এক বছর পর এখন অবশ্য সেসব ধামাচাপা পড়েছে। পিয়া পরমের সুখবরে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।
‘খোলাখুলি কিছুই বলা হয়নি…’ আরও এক দুর্নীতির ইঙ্গিত দিলেন শুভেন্দু! তোলপাড় বাংলা