বাংলাহান্ট ডেস্ক: বুদ্ধিজীবী শব্দটার সঙ্গে এখন সকলেই পরিচিত। বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে মতামত প্রকাশ করতে দেখা যায় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে বুদ্ধিজীবীদের চুপই থাকতে দেখা গিয়েছে। হাঁসখালি, বগটুই সহ সম্প্রতি এসএসসি দুর্নীতি কাণ্ডে অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি নিয়েও কোনো মন্তব্য করতে দেখা যায়নি বেশিরভাগদেরই।
অতি সম্প্রতি অভিনেতা তথা বিজেপির তারকা সদস্য রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বুদ্ধিজীবীদের নীরবতা নিয়ে কটাক্ষ ছুঁড়েছেন। এর আগে পরিচালক অনীক দত্ত মন্তব্য করেছিলেন, বুদ্ধিজীবী শব্দটা এখন একটা ‘গালাগালি’তে পরিণত হয়েছে। এবার এই প্রসঙ্গেই চোখা মন্তব্য করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।
এক সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরেছেন পরমব্রত। তাঁর মতে, বুদ্ধিজীবী সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ যারা শিক্ষার দিক তৈরি করেন। কিন্তু বুদ্ধিজীবীদের প্রত্যেকটা কথায় কথায় কাঠগড়ায় দাঁড় করানোর যে প্রবণতা তৈরি হচ্ছে সেটা বন্ধ করা দরকার বলে মনে করেন পরমব্রত। বুদ্ধিজীবীরা কখন নীরব থাকবেন, কখন মুখ খুলবেন সেসব লেবু কচলানো হচ্ছে বলেই বুদ্ধিজীবী শব্দটা গালাগালিতে পরিণত হচ্ছে বলে মত অভিনেতার।
সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও রাজনীতির বিষয়ে যথেষ্ট সচেতন পরমব্রত। এসএসসি দুর্নীতির বিষয়ে তিনি বলেন, যে ঘটনাটা ঘটেছে বা যে ঘটনাগুলো ঘটছে তা অত্যন্ত নিন্দনীয় এবং শুধু বুদ্ধিজীবী কেন, সমস্ত স্তরের মানুষদেরই প্রতিবাদে সরব হওয়া উচিত বলে মত পরমব্রতর এবং তা হচ্ছেও।
একই সঙ্গে পরমব্রত এও বলেন, দুর্নীতি বিষয়টাকে আমজনতা খুব ‘স্বাভাবিক’ বলে ধরে নিয়েছে। অন্য রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখে মানুষ। এবারে পশ্চিমবঙ্গেও টাকা উদ্ধার হচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি ঢুকে পড়েছে তা থেকে বেরোনোর জন্য শুদ্ধিকরণ প্রয়োজন বলে মনে করেন পরমব্রত। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সন্দেহ করে দল থেকে বহিস্কার করা হয়েছে, এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অভিনেতা বলেন দুর্নীতি আর কোন কোন খাতে ঢুকে রয়েছে সেগুলোরও তদন্ত হওয়া উচিত।