লকডাউনে সোনাগাছির যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন পরমব্রত, পৌঁছে দিলেন প্রয়োজনীয় জিনিস

বাংলাহান্ট ডেস্ক: অসহায়দের সহায়তায় এবার এগিয়ে এলেন পরমব্রত চট্টোপাধ‍্যায় (parambrata chatterjee)। লকডাউনে (lockdown) কলকাতার যৌনপল্লী (red light area) সোনাগাছির যৌনকর্মীদের সাহাযর্থে এগিয়ে এলেন টলিউড অভিনেতা। দফায় দফায় দীর্ঘ ৪০ দিন ব‍্যাপী লকডাউনে কার্যহীন হয়ে পড়েছেন এইসব মানুষগুলি। ফলে বন্ধ রয়েছে রোজগারও। তাই এবার এই মানুষ গুলোর পাশে দাঁড়ালেন পরম। হাতে তুলে দিলেন নিত‍্যপ্রয়োজনীয় সব সামগ্রী।

images 1 39
জানা গিয়েছে, দুর্বার নামে একটি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এই উদ‍্যোগ নিয়েছেন পরমব্রত। কলকাতার সবথেকে বড় ‘রেড লাইট এরিয়া’ নামে পরিচিত সোনাগাছির যৌনকর্মীদের হাতে তিনি তুলে দিলেন চাল, ডাল, তেল , নুন সহ সব অত‍্যাবশ‍্যকীয় জিনিসপত্র।
এই প্রসঙ্গে নিজের টুইটার হ‍্যান্ডেলে অভিনেতা লেখেন, ‘লকডাউনের পরিস্থিতিতে ওদের কাজ বন্ধ। তাই এই সময় কাজের অভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোকে সাহায‍্য করার চেষ্টা করছি। দুর্বার সদস‍্যদের মাধ‍্যমে কলকাতার যৌনপল্লীর বাসিন্দাদের পরিবারের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁজে দিলাম।’
পরমব্রতর এই উদ‍্যোগের প্রশংসা অনেকেই করেছেন। আবার একাংশের বক্তব‍্য, সাহায‍্য করেছেন ভাল কথা কিন্তু সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় নাই দিতে পারতেন অভিনেতা। বিশেষত এখন সাহায‍্যের ছবি দেওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে।

প্রসঙ্গত, প্রথম দফার লকডাউনের পর নতুন করে ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে গোটা দেশের লকডাউনের মেয়াদ। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
চিকিৎসকরা বলছেন আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে অন‍্যান‍্যয়খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকদের মতো সঙ্কটে পড়েছেন যৌনকর্মীরাও। এই লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না। তাই তাদের সাহায‍্যের জন‍্যই এই উদ‍্যোগ নিয়েছেন পরমব্রত।


Niranjana Nag

সম্পর্কিত খবর