Paran Bandopadhyay: খ্যাতির লোভ নেই, ‘বাংলার মানুষদের জন্য কাজ করব’, পরপর হিন্দি ছবি নাকচ পরাণ বন্দ্যোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : বয়সকে শুধুমাত্র একটা সংখ্যায় পরিণত করেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। বর্তমান প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও পাল্লা দিয়ে অভিনয় করে চলেছেন তিনি। বিগত কয়েক বছরে বহু ছবিতেই তাঁর দাপুটে অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। এমনকি বলিউডেও তাঁর চাহিদা তুঙ্গে। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটে একটার পর একটা হিন্দি ছবির প্রস্তাব ফেরাচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)।

বলিউডে নজর কেড়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়

বাংলা সিনে ইন্ডাস্ট্রির রত্ন স্বরূপ পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। দীর্ঘ অভিনয় কেরিয়ারে অগুন্তি ছবি উপহার দিয়েছেন তিনি। কাজ করেছেন টেলিভিশন এবং ওয়েব সিরিজেও। বলিউডে পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandopadhyay) দেখা গিয়েছিল ‘বব বিশ্বাস’ ছবিতে। এক ছবিতেই হিন্দি বলয়ের দর্শক এবং ছবি নির্মাতাদের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। তারপর থেকেই পরপর প্রস্তাব পেয়ে চলেছেন বর্ষীয়ান অভিনেতা।

আরো পড়ুন : Satabdi Roy: ‘গো ব্যাক’ স্লোগান, গাড়িতে ভাঙচুর, ‘গেলেও দোষ, না গেলেও দোষ’, ঋতুপর্ণার হয়ে কটাক্ষ শতাব্দীর

বলিউডে গিয়ে কাজে ‘না’ অভিনেতার

পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay) বলেন, এ বছর নাকি প্রচুর হিন্দি ছবি এবং ওয়েব সিরিজের প্রস্তাব এসেছিল তাঁর কাছে। এমনকি একটিতে নাকি নীনা গুপ্তারও থাকার কথা ছিল। কিন্তু সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে বলিউডে একটা সুযোগের অপেক্ষায় বসে থাকেন বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা, সেখানে পরপর অফার পেয়েও কেন নাকচ করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়?

আরো পড়ুন : Kanchan Mallick: ‘কাঞ্চনের বন্ধুরাই পিঠে ছুরি মারছেন’, স্বামীকে আগলে ফোঁস করলেন স্ত্রী শ্রীময়ী

প্রস্তাব ফেরানোর কারণ কী

অভিনেতা বলেন, নিজের আদর্শ থেকেই মুম্বইয়ে গিয়ে কাজ করতে চান না তিনি। যা করবেন, বাংলায় থেকে বাংলার মানুষের জন্য করবেন, এমনটাই স্পষ্ট বক্তব্য পরাণ বন্দ্যোপাধ্যায়ের (Paran Bandopadhyay)। বলিউডে কাজ করতেই হবে এমন কোনো বাসনা নেই তাঁর। তবে এমনও নয় যে হিন্দি ছবিতে অভিনয় করবেন না তিনি। পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দি ছবির কাজ যদি কলকাতা বা তার আশেপাশে হয় তবে তিনি করতে রাজি। মধ্যপ্রদেশ, গোয়ার মতো বাইরের রাজ্যে গিয়ে হিন্দি ছবির কাজে অনীহা তাঁর। এমনকি ‘বব বিশ্বাস’ এর জন্যও তিনি রাজি হয়েছিলেন একই কারণে।

Paran Bandopadhyay

বর্ষীয়ান অভিনেতা বলেন, অন্য ভাষার সাহিত্য নির্ভর ছবি যদি বাংলায় শুটিং হয় তাহলে তাঁর কাজ করতে কোনো আপত্তি নেই। তাঁর কথায়, বাংলায় প্রচুর দক্ষ পরিচালক রয়েছেন। চাইলেই অন্য ভাষার ছবি এখানে শুট করা সম্ভব। তবে যাঁরা মুম্বইতে গিয়ে কাজ করছেন তাঁদেরকেও শুভেচ্ছা জানান পরাণ বন্দ্যোপাধ্যায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর