বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই তাঁর কামব্যাকে শোরগোল পড়েছিল সিনে মহলে। আশি পেরিয়েও দেবের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে বাংলা সিনেমাকে ফের চাঙ্গা করে তুলেছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Banerjee) নিয়েই। বয়স যে কোনো বাধা নয়, তা ‘টনিক’ এর আগে থেকেই বারংবার প্রমাণ করে এসেছেন তিনি। এবার তাঁর হাত ধরে অভিনয়ে আসছে আদরের নাতনি পৃথাও।
দাদুর চোখের মণি নাতনি পৃথা বন্দ্যোপাধ্যায় (Pritha Banerjee)। এতদিন বাড়িতে ও পর্দাতেই দাদুর অভিনয় দেখে এসেছে সে। এবার পৃথা নিজেও দাঁড়াতে চলেছে ক্যামেরার সামনে। বাস্তবের থেকে রিল দুনিয়াটা অবশ্য বদলাচ্ছে না। দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাতনির চরিত্রেই দেখা যাবে পৃথাকে।
পরিচালক অর্ণব মিদ্যার আগামী অ্যান্থলজি অর্থাৎ তিনটি ছবির একটিতে অভিনয় করতে দেখা যাবে দাদু নাতনি জুটি পরাণ ও পৃথাকে। ছবির নাম ‘সেদিন কুয়াশা ছিল’। সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, তাঁর বাড়িতে চিত্রনাট্য শোনাতে এসেছিলেন পরিচালক। বাড়িতে অতিথি আসলেই কথা বলে নাতনি পৃথা।
পরিচালক অর্ণবের পছন্দ হয়ে যায় তাকে। ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় কাস্ট হয় পৃথা। নাতনির অভিনয়ে হাতেখড়ি হওয়ায় উচ্ছ্বসিত পরাণ বন্দ্যোপাধ্যায়। নাতনিকে ‘গার্লফ্রেন্ড’ সম্বোধন করে জানান, তারও অভিনয়ের প্রতি বেশ আগ্রহ আছে। বাড়িতে তিনি নাটকের মহড়া দিলে বসে বসে শোনে নাতনি।
পৃথা জানায়, ইতিমধ্যেই তিন দিন শুটিং করা হয়ে গিয়েছে তার। দাদুও অবশ্য সাহায্য করেছে প্রথম প্রথম। বড় হয়ে দাদুর মতোই অভিনয় করতে চায় পৃথা। সঙ্গে অবশ্য তাল মিলিয়ে পড়াশোনাটাও চলবে। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। ছোট্ট পৃথার বাবার ভূমিকায় থাকছেন জিতু কামাল। এছাড়াও রয়েছেন সায়ন্তনী গুহ ঠাকুরতা।