দুয়ারে সরকারের পর ‘পাড়ায় পাড়ায় সমাধান’, নতুন কর্মসূচি ঘোষনা করলেন মমতা

ডিসেম্বর মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)  নিজের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পকে জনতার কাছে পৌঁছে দিতে ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার কর্মসূচি। আজ বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি উদ্বোধন করলেন আরো এক কর্মসূচির, পাড়ায় পাড়ায় সমাধান (paray paray somadhan)

Chief Minister Mamata Banerjee announced industry in Singur

বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আলাপন বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, নতুন করে ছোট ছোট কাজের লক্ষ্যেই এই কর্মসূচি। এর সাথে বড় কোনও প্রকল্প জড়িয়ে নেই। ২১ সালের ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। গড়া হয়েছে পৃথক টাস্কফোর্সও। নতুন এই পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির স্লোগান হতে চলেছে, ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নতুন বছরে নতুন অভিযান’

জানিয়ে রাখি, দুয়ারে সরকারের বিপুল সাফল্য দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কর্মসূচির শেষ দফার কাজ হবে ১৮ থেকে ১৮ জানুয়ারি৷ শহর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও ক্যাম্পগুলি হবে। স্কুল, কলেজ, কমিউনিটি হল ও গ্রাম পঞ্চায়েতে বসবে এই ক্যাম্প। কোথায় কখন ক্যাম্প হবে তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে।

এই প্রকল্পের জন্য সরকারের ১০ টি সামাজিক প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহর, তপশিলি বন্ধু ও একশ দিনের কাজ। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন আধিকারিকরা। পুরো এলাকারও একাধিক সমস্যার সমাধান মিলছে এই ক্যাম্পে। সব মিলিয়ে ভোটের আগে জনতার দরবারে সরকারকে পৌঁছে দেওয়ার এই স্ট্রাটেজি বেশ সফলই বলা চলে। সেই সাফল্যকে ধরে রাখতেই নতুন কর্মসূচির ঘোষণা

 


সম্পর্কিত খবর