আজ থেকেই আবার মাঠে নামছেন পরেশ অধিকারী, ‘পাশে আছি’ জানালেন পার্থ

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সিবিআই কাঁটা টপকে মেখলিগঞ্জে ফিরেছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মেখলিগঞ্জে তিনি পা রাখার পর রীতিমতো পুষ্পবৃষ্টি করে তাঁকে বরণ করে তৃণমূল। এরপর এবার এসএসসি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত মন্ত্রী পরেশ অধিকারীর পাশে দাঁড়ালেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

এই ব্যাপারে পার্থপ্রতিম রায় বলেন, ‘আইন আদালতের ব্যাপারে কিছুই বলার নেই। পরেশ অধিকারী জেলায় ফিরেছেন। এবার একসঙ্গেই দলীয় কর্মসূচিতে যোগ দেব।’ মঙ্গলবারই মেখলিগঞ্জে পা রেখেছেন পরেশ অধিকারী। এরপরই আজ বৃহস্পতিবার শীতলকুচির একটি কর্মসূচিতে তাঁর সঙ্গে পরেশ অধিকারীও যোগ দিতে পারেন বলেই জানিয়েছেন পার্থপ্রতিম।

যদিও এই মুহুর্তে মন্ত্রীমশায়ের সঙ্গে দেখা করছেন না কোচবিহারের জেলা প্রেসিডেন্ট গিরীন্দ্রনাথ বর্মণ। পার্থপ্রতিম পরেশের পাশে থাকার বার্তা দিলেও তেমন কিছুই শোনা যায়নি গিরীন্দ্রনাথ বর্মণের তরফে। তিনি বলেন, ‘এই মুহুর্তে পরেশ অধিকারীর সঙ্গে দেখা করার কোনও কর্মসূচিই আমার নেই। পরে কখনও হয়ত দেখা করব।’

paresh 2

দিন ছয়েক কলকাতা বাসের পর মঙ্গলবার পরেশ অধিকারীর মেখলিগঞ্জ ফেরাকে ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয় এলাকায়। মঙ্গলবারই বাগডোগরা থেকে যখন সোজা মেখলিগঞ্জ পৌঁছান পরেশ অধিকারী তখন নেতারা রীতিমতো ফুল চন্দন নিয়ে অপেক্ষা করছিলেন তাঁর জন্য। তিনি মেখলিগঞ্জে পা রাখার সঙ্গে সঙ্গেই পুষ্পবৃষ্টি করতে থাকেন স্থানীয় তৃণমূল নেতারা। এরপর যেন কিছুই হয়নি এহেন ভাব নিয়ে নিজের কেন্দ্র এবং এলাকা ঘুরে দেখেন মন্ত্রীমশাই। এদিন হলদিবাড়ির দুর্গামণ্ডপের রাধাগোবিন্দ মন্দিরে পুজোও দেন তিনি। সেখান থেকে দলীয় কার্যালয় হয়ে বাড়ি ফেরেন পরেশ অধিকারী। এলাকায় ফিরেই তিনি জানিয়েছিলেন যে আইন আইনের পথে চলাকালীন দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। কিন্তু এবার কীভাবে নিজের দূর্নীতি অভিযোগের সাফাই গেয়ে মানুষের কাছে পৌঁছান, কী উত্তরই বা তিনি দেন মানুষকে সেটাই দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর