বস্তাপচা জোকস দিয়ে আর ছবি চলবে না, ‘হেরা ফেরি ৩’ এর জন‍্য বিরাট অঙ্কের টাকা চাইছেন পরেশ রাওয়াল

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি ইন্ডাস্ট্রি হোক বা তেলুগু, কন্নড় সর্বত্রই সিক‍্যুয়েল (Sequel) বানানোর ধুম চলছে। বেশ কিছু ছবির পরবর্তী অংশের চাহিদাও তুঙ্গে। আর তা যদি হয় ‘হেরা ফেরি’র (Hera Pheri) মতো ক্লাসিক কমেডি ছবি, তাহলে তো কথাই নেই! হেরা ফেরি, ফির হেরা ফেরি দুটোই সুপার ডুপার হিট হয়েছিল। এবার আসতে চলেছে ফ্র‍্যাঞ্চাইজির তৃতীয় ছবি।

বিভিন্ন কারণে হেরা ফেরি দর্শকদের মনে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। বাবুরাও গণপতরাও আপ্টে, রাজু, ঘনশ‍্যামের মতো চরিত্রগুলি আজো প্রিয় সিনেমা প্রেমীদের। দুটি ছবিরই সংলাপ এখনো মিম আকারে ঘুরপাক খায় নেটদুনিয়ায়। পরেশ রাওয়াল (Paresh Rawal), অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি ছিলেন ছবির মুখ‍্য চরিত্রে।

986028 hera pheri 3
হেরা ফেরির তৃতীয় ছবি নিয়ে দর্শকরা তো উৎসাহে ফুটছেন। কিন্তু ‘বাবু ভাইয়া’ নিজে কতটা উত্তেজিত? অদ্ভূত ভাবে সংবাদ মাধ‍্যমকে পরেশ রাওয়াল জানান, তাঁর এক বিন্দুও উৎসাহ নেই। অভিনেতা বলেন, তাঁর অভিনীত কোনো চরিত্র সম্পর্কে আর এক ফোঁটাও উত্তেজনা অবশিষ্ট নেই তাঁর মধ‍্যে। যদি না চরিত্রগুলিকে ভিন্ন পরিস্থিতিতে দেখানো হয়।

পরেশ রাওয়ালের সোজাসাপ্টা উত্তর, “আমাকে যদি আবার ওই একই রকম ভাবে ধুতি পরে, চশমা পরে অভিনয় করতে হয়, আমি বিরাট অঙ্কের টাকা চাইব। তাই অর্থের দিকটা বাদ দিলে আমার কাছে আর কোনো আনন্দ নেই। গল্পটা তাই ভাল হতে হবে। এত বছর পর যদি হেরা ফেরির সিক‍্যুয়েল আনাই হয়, তাও আবার ওই বস্তাপচা পুরনো জোকস নিয়ে, ছবি সফল হবে না। ছবির যদি পরিবর্তন হয় তবে আমি উত্তেজিত হব। নাহলে আবার ওই জাবর কাটতে হলে আমি অন্তত আনন্দ পাব না।”

২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রিয়দর্শন। ছবিটি সুপারহিট হওয়ায় ২০০৬ সালে মুক্তি পায় সিক‍্যুয়েল ‘ফির হেরা ফেরি’। তৃতীয় ছবির গুঞ্জন তুঙ্গে থাকলেও এখনো পর্যন্ত নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি।

শেষবার পরেশ রাওয়ালকে দেখা গিয়েছিল ‘শর্মাজি নমকিন’ ছবিতে। ঋষি কাপুরের অসম্পূর্ণ শেষ ছবির কাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। প্রথম বার একই চরিত্রে অভিনয় করেছেন দুজন অভিনেতা। এরপর কার্তিক আরিয়ান ও কৃতি সাননের সঙ্গে ‘শেহজাদা’ ছবিতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতাকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর