বিরাট কোহলি ও রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন সৌরভ গাঙ্গুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলে অনেক নাম না জানা তারকা দুরন্ত পারফরম্যান্স করে সকলের নজর কাড়ছেন। এখানে বলা হচ্ছে ভারতীয় দলের বর্তমান এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির কথা। দুজনের ব্যাটই চলতি মরশুমে অবিশ্বাস্য রকমের নীরব। যার খেসারত দুই দলকেই দিতে হয়েছে। অনেক আগেই প্লে অফের রেস থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। বিরাট কোহলির ফর্মে না থাকার কারণে আরসিবিরও প্লে অফ ভাগ্য নিশ্চিত নয়।

চলতি মরশুমে বিরাট কোহলি লিগের ১৩ ম্যাচে ২০-এর কম গড়ে ২৩৬ রান করেছেন এবং তার স্ট্রাইক রেটও মাত্র ১১৩। মরশুমে কেবলমাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। তিনবার গোল্ডেন ডাক করেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। ১৪ বছরের আইপিএলে এটি কোহলির সবচেয়ে খারাপ পারফরম্যান্স। এখনও একটি লিগের ম্যাচ খেলা বাকি আরসিবির। সেই ম্যাচে খুব ভালো পারফরম্যান্স করলেও সামগ্রিক উন্নতির অবকাশ নেই।

virat kohli 10

অপরদিকে বর্তমানে ভারতীয় দল ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার অবস্থা বিরাটের চেয়েও খারাপ। তিনি এখন পর্যন্ত খেলা ১২ ম্যাচে ১৮ গড়ে এবং ১২৫ স্ট্রাইক রেটে ২১৮ রান করেছেন। এই মরশুমে পাঁচবার মাত্র দুই অংকের ঘরে পৌঁছেছেন তিনি। এছাড়াও একবার শূন্য রানেও আউট হয়েছিলেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চলতি মরশুমে একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি।

rohit icc

তবে তাদের দুজনকে নিয়ে চিন্তিত নন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় দলের দুই স্তম্ভের অফফর্মে থাকাটা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করছেন বিসিসিআই সভাপতি। দুজনেই আবার ঠিক সময়ে ফর্মে ফিরবেন বলে দাবি তার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর