বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কমেডি ছবির বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি যথেষ্ট জনপ্রিয়। আর এদের মধ্যে ‘হেরা ফেরি’র (Hera Pheri 3) নাম না করলেই নয়। রাজু, ঘনশ্যাম এবং বাবু ভাইয়া এই তিনটি চরিত্র একটা গোটা প্রজন্মের মনে জায়গা করে নিয়েছে। পরপর দুই ছবিতে আকাশছোঁয়া সাফল্যের পর নস্টালজিয়া উসকে খবর আসে, অবশেষে মুক্তি পাচ্ছে ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3)। কিন্তু এবার দর্শকদের উচ্ছ্বাসের মাঝেই বোমা ফাটালেন অভিনেতা পরেশ রাওয়াল। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে থাকছেন না তিনি।
হেরা ফেরি ৩ (Hera Pheri 3) থেকে সরে দাঁড়ালেন পরেশ
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ জানিয়েছেন, হেরা ফেরি ৩ (Hera Pheri 3) এর অংশ হচ্ছেন না তিনি। প্রথমে অবশ্য এই ছবিতে থাকার কথা ছিল তাঁর। কিন্তু পরিচালকদের সঙ্গে মতের অমিল হওয়ায় ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। ঠিক কী বিষয়ে মতভেদ তা স্পষ্ট না করলেও পরেশের ছবি থেকে বেরিয়ে যাওয়া বড় ধাক্কা হয়ে এসেছে দর্শকদের কাছে।
অভিনেতার সিদ্ধান্তে বিমর্ষ দর্শকরা: হেরা ফেরি’র (Hera Pheri 3) প্রাণ তিনটি চরিত্র। তাঁদের মধ্যে আবার রাজু এবং ঘনশ্যামের মধ্যে কৌতুকের ভারসাম্য ধরে রাখার দায়িত্ব ছিল বাবু ভাইয়ার উপরেই। তাঁর বহু সংলাপ অত্যন্ত জনপ্রিয় হয়েছে দর্শক মহলে। কিন্তু তিনিই এবার ছবিতে থাকছেন না শুনে মুষড়ে পড়েছেন দর্শকরা। পরেশকে ছাড়া হেরা ফেরি কার্যত অসম্পূর্ণ।
আরো পড়ুন : সিনেমা-সিরিয়ালের পর প্রথমবার সিরিজে, ‘রাণী রাসমণি’র পর ফের শ্রীরামকৃষ্ণদেব হয়ে ফিরছেন সৌরভ
কে হবেন বাবু ভাইয়া: এর আগে অবশ্য পরেশ মন্তব্য করেছিলেন, হেরা ফেরিতে (Hera Pheri 3) আর ফিরতে চান না তিনি। তিনি বলেছিলেন, ছবির চরিত্রগুলি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু তাদের আবার ফিরিয়ে আনা মানে জনপ্রিয়তা কমে যাওয়া। পরে যদিও জানা গিয়েছিল যে হেরা ফেরির (Hera Pheri 3) তিন চরিত্রই ফিরছেন সিক্যুয়ালে। কিন্তু পরেশ রাওয়াল সরে দাঁড়ানোয় এবার বাবু ভাইয়া চরিত্রটি কী হবে তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। আদৌ কি অন্য কোনও অভিনেতার পক্ষে পরেশ রাওয়ালের জায়গায় আসা সম্ভব হবে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে দর্শক মহলে।
আরো পড়ুন : তলে তলে পাকিস্তানকে সাহায্য, এবার প্রকৃতির রোষের মুখে চিন, ভয়াবহ কম্পনে বিপর্যয় ড্রাগনের দেশে!
প্রসঙ্গত, ২০০০ সালে প্রথম মুক্তি পায় ‘হেরা ফেরি’। প্রথম ছবিটিই দারুণ সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘ফির হেরা ফেরি’। প্রথম ছবির সাফল্য ধরে রেখেছিল সিক্যুয়েল। এবার এত বছর পর তৃতীয় ছবি আসতে চললেও এখনো বিশদে কোনো তথ্য সামনে আনা হয়নি নির্মাতাদের তরফে।