বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে টেলিপাড়ার সবথেকে জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘পরিণীতা’ (Parineeta)। বিগত এক মাসেরও বেশি সময় ধরে গোটা বাংলার মানুষের সবথেকে প্রিয় সিরিয়াল হিসেবে উঠে এসেছে পরিণীতা। দুই ইউনিভার্সিটি পড়ুয়া নায়ক নায়িকা পারুল আর রায়ান প্রথম থেকেই দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। টানটান গল্পের বাঁধনে মজে রয়েছেন দর্শকরা।
বেঙ্গল টপার সিরিয়ালের (Parineeta) নায়িকা ঈশানী
দীর্ঘদিন পর নায়ক চরিত্রে ফিরেছেন অভিনেতা উদয় প্রতাপ সিং। আর কামব্যাক করেই নামীদামী হিরোদের টেক্কা দিয়ে লাগাতার বেঙ্গল টপার এর স্থান দখল করে রাখতে সক্ষম হয়েছেন তিনি। তাঁর বিপরীতে পারুল (Parineeta) চরিত্রে রয়েছেন নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়। প্রথম সিরিয়াল হলেও তাঁর অভিনয় দক্ষতা চমকে দিয়েছে দর্শকদের। সিরিয়ালে পারুল চরিত্রটিকে দেখানো হচ্ছে অত্যন্ত মেধাবী, বুদ্ধিমতী, আত্মপ্রত্যয়ী মেয়ে হিসেবে। একাধিক প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে।
ছোট থেকে কষ্টে হয়েছেন মানুষ: জানলে অবাক হবেন, বাস্তবেও ঈশানীর জীবন সংগ্রাম অনেকটা পারুলের (Parineeta) মতোই। ছোট থেকেই পরিবারে আর্থিক সঙ্কট দেখেই বড় হয়েছেন তিনি। মা সেলাইয়ের কাজ করে মানুষ করেছেন মেয়েকে। মাকে নিয়ে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন ঈশানী। তখনো অবশ্য তিনি অভিনেত্রী হয়ে ওঠেননি। ঈশানীর মা বলেছিলেন, মেয়েকে ডাক্তার করতে চান তিনি। তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি ঠিকই, তবে গোটা বাংলার মানুষের (Parineeta) কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন ঈশানী। সেখানেই তিনি জানিয়েছিলেন, যখন থেকে জ্ঞান হয়েছে, দেখেছেন বাবার একটানা কাজ থাকত না। আবার কাজ পেলেও তেমন রোজগার হত না। তাঁর মা সে সময় সেলাই করে সংসারের হাল ধরেছিলেন।
আরো পড়ুন : সেরা আটে ৪ বাঙালি, বেজে গেল ইন্ডিয়ান আইডল ফিনালের ঘন্টা, কবে হবে সেমি ফাইনাল?
ছোটবেলায় হারান বাবাকে: ঈশানী বলেছিলেন, তাঁদের ঘরের ছাদে ফাটা অ্যাসবেস্টস ছিল। সেখান দিয়ে বৃষ্টির জল পড়ত। অনেকে তাঁর মাকে প্রশ্ন করতেন, মেয়েকে কবে সেলাইয়ের কাজে ঢোকাবেন? উত্তরে তাঁর মা বলতেন, মেয়ে সার্জারির রুমে কাঁচি ধরবে। বরাবর পড়াশোনায় ভালো ছিলেন তিনি। তবে খুব কম বয়সে নিজের বাবাকে হারান ঈশানী। কিডনির সমস্যার পাশাপাশি করোনারি আর্টারি ব্লক হয়ে গিয়েছিল তাঁর বাবার। বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে যাওয়ার সময়ই হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি।
আরো পড়ুন : নিমেষে ওলটপালট TRP তালিকা, ৬ মাস পর কামাল করছে জলসার এই মেগা! প্রকাশ্যে মোড় ঘোরানো প্রোমো
যতদিন বাবা ছিলেন তাঁর যত্ন আত্তির ভার ছিল ঈশানীর উপরেই। পাশাপাশি মুদির দোকানে বসে মাকে সাহায্যও করতেন ঈশানী (Parineeta)। সেখান থেকে আজ বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা হয়ে উঠেছেন তিনি। ভূয়সী প্রশংসা পাচ্ছেন দর্শকদের। তাঁর অভিনয় গুণে চড়চড়িয়ে চড়ছে পরিণীতার টিআরপি।