জামিয়া কাণ্ডে প্রতিবাদ, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’এর মুখ থেকে সরানো হল পরিণীতিকে, গুঞ্জন বলিউডে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের মাসুল চোকাতে হল জামিয়া কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের জন‍্য। সুশান্ত সিংয়ের পর এবার কোপ পরিণীতি চোপরার ওপর। জামিয়া পড়ুয়াদের ওপর পুলিসি নির্যাতনের প্রতিবাদ করায় ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর মুখ থেকে সরানো হয়েছে পরিণীতিকে। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে।


ফারহান আখতার, আয়ুষ্মান খুরানা, মহেশ ভাটের মতো পরীণীতি চোপড়াও সরব হয়েছিলেন নাগরীকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। পাশাপাশি জামিয়া মিলিয়ার পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের বিরুদ্ধেও সোচ্চার হন তিনি। এই আচরণকে ‘বর্বর’ আখ‍্যা দিয়ে টুইটে অভিনেত্রী লেখেন, ‘যদি প্রতিবার এমনটাই হয় যখনই মানুষ নিজের মতামত প্রকাশ করবে তাহলে CAB ভুলে যান। একটা বিল পাশ করা উচিত ও ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলে অভিহিত করা উচিত না।’

শোনা যাচ্ছে এরপরেই মোদী সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরিণীতিকে। বলিউড সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তবে অভিনেত্রী নিজে এখনও এই বিষয়ে কোনও মন্তব‍্য করেননি।


প্রসঙ্গত, সম্প্রতি জামিয়া কাণ্ডে প্রতিবাদ করার পরেই ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বহিষ্কার করা হয়েছে অভিনেতা সুশান্ত সিংকে। নিজেই এই খবর জানিয়েছেন তিনি। ১৯ ডিসেম্বর মুম্বইয়ের ক্রান্তি ময়দানে প্রতিবাদ কর্মসূচী চালায় বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী ও পরিচালকেরা। শুধুমাত্র সোশ‍্যাল মিডিয়ায় আবদ্ধ না থেকে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। সেখানেই এক্কেবারে নীরব বলিউডের প্রথম সারির অভিনেতারা।

X