মৃত‍্যুর সঙ্গে লড়াই করছিল সদ‍্যোজাত, হাসপাতাল আঁকড়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা, কুর্নিশ জানালেন পরিণীতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাতৃদিবসেই মেয়েকে কাছে পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সারোগেসির মাধ‍্যমে জন্ম হয় মালতী মেরি চোপড়া জোনাসের। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হয়ে যাওয়ায় হাসপাতালেই বিশেষ যত্নে রাখতে হয়েছিল সদ‍্যোজাতকে। দীর্ঘ ১০০ দিন পর্যন্ত মেয়েকে বুকে জড়িয়ে ধরতে পারেননি প্রিয়াঙ্কা। বোন পরিণীতি চোপড়া (Parineeti Chopra) জানালেন, ওই দিনগুলোতে সত‍্যিই একজন যোদ্ধার মতো লড়েছেন তাঁর দিদি।

মাদার্স ডের দিন মেয়ে মালতীকে প্রকাশ‍্যে আনেন প্রিয়াঙ্কা। সঙ্গে একটি লম্বা আবেগঘন বার্তাও দেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন, ‘এই মাদার্স ডে তে গত কয়েক মাসের উত্থান পতনের কথা মনে পড়ছে। তবে আমরা এখন জানতে পারছি আরো অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। ১০০ রও বেশিদিন হাসপাতালে কাটানোর পর আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়ি ফিরল।’


গত কয়েকটা মাস তাঁদের খুব টালমাটাল পরিস্থিতির মধ‍্যে দিয়ে কেটেছে। কিন্তু এখন প্রিয়াঙ্কা বুঝতে পারছেন, প্রতিটি মুহূর্তই খুব দামী। তবে এখন তাঁদের সন্তান তাঁদের কাছে বাড়িতে ফিরে এসেছে। এই মুহূর্ত থেকেই নতুন চ‍্যাপ্টার শুরু হল প্রিয়াঙ্কা নিকের জীবনে।

এই পোস্টেই কমেন্ট করেছেন অভিনেত্রীর তুতো বোন পরিণীতি। তিনি লিখেছেন, ‘গত তিন মাস ধরে তোমাদের দুজনকে এভাবে দেখাটা কঠিন ছিল, সেইসঙ্গে অনুপ্রেরণাদায়কও। মিমি দিদি, আমি হাসপাতালে একজন যোদ্ধাকে দেখেছি। তুমি আর ছোট্ট বিডি আমাদের এখনি এত কিছু শিখিয়েছ! আর ও সেটা জানেও না। চলো এবার খুদেকে বিগড়ানোর পালা!’


আন্তর্জাতিক সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ১৫ জানুয়ারি সান ডিয়েগোতে জন্ম হয় নিক প্রিয়াঙ্কার সন্তানের। অভিনেত্রী অবশ‍্য সুখবরটা দেন ২২ জানুয়ারি মধ‍্যরাতে। তিনি লিখেছিলেন, ‘আমরা খুব আনন্দ সহকারে জানাচ্ছি যে আমরা সারোগেসির মাধ‍্যমে সন্তান নিয়েছি। এই বিশেষ সময়ে আমরা সম্মানের সঙ্গে গোপনীয়তা প্রার্থনা করছি, কারণ আমরা পরিবারকে সময় দিতে চাই। অনেক ধন‍্যবাদ।’

https://www.instagram.com/p/CdTr_YnvMkp/?igshid=YmMyMTA2M2Y=

জানা গিয়েছিল, চিকিৎসকরা যে ডেলিভারির তারিখ দিয়েছিলেন তার প্রায় ১২ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছে নবজাতক। তাই সদ‍্যোজাতকে আইসিইউতে রাখা হয়েছিল এতদিন। প্রিয়াঙ্কার সঙ্গে সঙ্গে বাঁচার জন‍্য লড়াই করেছে খুদেও। অবশেষে মেয়েকে কাছে পেয়ে খুশি নিক প্রিয়াঙ্কা।

সম্পর্কিত খবর

X