পরিণীতির সঙ্গে ওই বিশেষ ব্যক্তিটি কে, যার সাথে নায়িকাকে সর্বত্র দেখা যাচ্ছে

 

বাংলা হান্ট ডেস্ক : ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ডেবিউ দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবনের পথচলা।সাফল্য শিখরের খুব কাছাকাছি এখনও দেখা যায়নি তাকে।তবে সম্প্রতি তিনি ব্যস্ত সানিয়া নেহওয়ালের বায়োপিকের কাজে। কিন্তু তিনি যেখানেই যাচ্ছেন সবসময় একজনকে সাথে করে নিয়ে যেতে দেখা যাচ্ছে।পরিচয় কী তার?

 

জানা যাচ্ছে সানিয়া নেহওয়ালের বায়োপিকের আগে এক পার্সোনাল ট্রেনারের কাছে ফিটনেস ট্রেনিং নিতে শুরু করেছেন পরিণীতি।যাতে বাস্তবের সাথে মিল পাওয়া যায় ছবিতেও।

f0cfc img 20190603 wa0031

এবং ট্রেনিংয়ের যাতে কোনো কমতি না থেকে যায় তাই সেই ট্রেনারকে সঙ্গে করে নিয়েই ঘুরছেন নায়িকা।

সম্পর্কিত খবর