প্রিয়াঙ্কার ধূমপান নিয়ে পরিণীতির বক্তব্য

সুখ দুঃখে পরিনীতি চোপড়া সব সময় দিদির পাশে থেকেছেন। তার আগামী ছবি ‘Jabariya Jodi’-র প্রমোশনে তাকে প্রিয়াঙ্কা চোপড়ার ধূমপানের সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন, তাই সাংবাদিকদের জবাব দিলেন, ‘এই প্রশ্নের উত্তরে আমি একটাই জবাব দিতে পারি। এই বিষয়ে কথা বলার জন্যে আমাকে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। তাই এই নিয়ে কোনও প্রশ্ন করলে আমার থেকে জবাব পাওয়ার আশা নেই।’

এই কথার থেকে বোঝা যাচ্ছে প্রিয়াঙ্কার জন্মদিনে মা মধু চোপড়া ও স্বামী নিকি জোনাসের সঙ্গে ধূমপানে আলোচনায় তিনি কোনো মন্তব্য করতে চান না।

সম্পর্কিত খবর