সুশান্তের মতো টিভি অভিনেতার সঙ্গে কাজ করতে চাননি পরিণীতি, বোমা ফাটালেন অনুরাগ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকে বলিউডে শুরু হওয়া শোরগোল থামার নামই নিচ্ছে না। সুশান্ত মামলায় মাদক যোগ থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত গড়িয়েছে বিষয়টা। অপরদিকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রতিদিনই বিরোধ শুরু হচ্ছে কোনো না কোনো তারকার।

এরই মাঝে পরিচালক অনুরাগ কাশ‍্যপের (anurag kashyap) একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। সেখানে সুশান্তের ব‍্যাপারে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সাক্ষাৎকারে অনুরাগ বলেন হাসি তো ফাসি ছবিতে সুশান্তের সঙ্গে কেন কাজ করতে পারেননি তিনি।


অনুরাগ বলেন, “হাসি তো ফাসির জন‍্য আমরা অভিনেত্রীর খোঁজ করছিলাম। পরিণীতি চোপড়ার কাছে প্রস্তাব নিয়ে যাই আমি। পরিণীতি জানান কোনো ছোট টেলিভিশন অভিনেতার সঙ্গে কাজ করবেন না তিনি। এটা শুনে আমি পরিণীতিকে বললাম, ও শুধু টিভি অভিনেতা না। এম এস ধোনি ও কাই পো ছে ছবিতেও অভিনয় করেছেন।”

পরিচালক আরও বলেন, “পরিণীতি আমাকে বারন করে দিলো কিন্তু শুদ্ধ দেশি রোম‍্যান্স ছবিতে ও আগে থেকেই সুশান্তের সঙ্গে কাজ করছিল। পরে সুশান্তকে ফোন করে বোঝানো হয়েছিল যে উনি যেন হাসি তো ফাঁসি ছবিতে কাজ করার জন‍্য মানা করে দেন। মজার কথা এটাই যে শুদ্ধ দেশি রোম‍্যান্স ছবিতে তো পরিণীতি সুশান্তের সঙ্গে কাজ করেন কিন্তু আমার ছবিতে করতে চাননি।”

বেশ কিছুদিন আগে সুশান্তের মৃত‍্যুর মাত্র তিন সপ্তাহ আগে অভিনেতার ম‍্যানেজারের সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ‍্যাটের স্ক্রিনশট ফাঁস করেন অনুরাগ।সুশান্ত নাকি খুব ‘ঝামেলা’ করতেন। তাই তাঁকে নিজের ছবিতে নেননি বলে জানিয়ে দেন পরিচালক‌।

সুশান্তের মৃত‍্যুর তিন সপ্তাহ আগেই তাঁর ম‍্যানেজারের সঙ্গে কথা হয় অনুরাগের। অভিনেতার ম‍্যানেজার তাঁকে অনুরোধ করেন কোনও ছবিতে সুশান্তকে মানালে যেন তাঁর কথা মাথায় রাখেন তিনি। উত্তরে পরিচালককে বলতে দেখা যায়, সুশান্ত খুব ‘ঝামেলা’ করেন। তাঁর প্রথম ছবি ‘কাই পো ছে’র সময় থেকে তাঁকে চেনেন বলেও লেখেন অনুরাগ।


পরিচালক আরও লেখেন, ‘আমি দুঃখিত যে আমাকে এটা করতে হচ্ছে। এই চ‍্যাটগুলো সুশান্তের মৃত‍্যুর তিন সপ্তাহ আগের। ২২ মে তাঁর ম‍্যানেজারের সঙ্গে আমার চ‍্যাট। এতদিন করিনি কিন্তু এখন করার প্রয়োজন মনে করছি। হ‍্যাঁ আমার ব‍্যক্তিগত সমস‍্যার জন‍্য আমি সুশান্তের সঙ্গে কাজ করিনি।’

X