বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আসা করোনা ভাইরাস এখন সারা বিশ্বের কাছে প্রধান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি দেশে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নানান রকম ব্যবস্থা অবলম্বন করা হয়েছে।
ভারতেও কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফে বিভিন্ন রকম সতর্ক মূলক ব্যবস্থা, ও সাবধানতা অবলম্বন করা হয়েছে। করোণা আতঙ্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে করোনা ভাইরাস নিয়ে খিল্লি করা নানান পোস্ট। দেখা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই এইসব পোস্ট এবং মিম ভারতীয়দের প্রোফাইল থেকেই শেয়ার করা হচ্ছে।
যারা এই করোনাভাইরাস নিয়ে খিল্লি করছেন এবার তাদের এক হাত নিলেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে খিল্লি করা লোকজনকে উদ্দেশ্য করে পরিনীতি চোপড়া বলেন, ” করোনা শুধুমাত্র বয়স্কদের হতে পারে এমন কোনও কথা নেই। করোনা নিয়ে বেশি আত্মবিশ্বাসী হওয়া টা ঠিক নয়। নিজেদের ভাইরাসের তুলনায় বেশি বুদ্ধিমান ভাবা টা বন্ধ করুন। গোটা বিশ্বে এই ভাইরাসকে আটকানো সম্ভব হচ্ছে না আর আপনারা এই বিষয় নিয়ে ছেলেখেলা করছেন! “এই ভাষাতেই তোপ দাগলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তোপ দাগার পাশাপাশি তিনি সবাইকে সুরক্ষিত থাকার পরামর্শও দেন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে এই রোগে মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।
ইতিমধ্যেই এই করোনা ভাইরাসকে আন্তর্জাতিক মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কলকাতা আজ প্রথম করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে। অন্যান্য সকল দেশের মানুষ ও প্রত্যেকটি ভারতবাসীকে সতর্ক থাকার কথা জানানো হচ্ছে।