বড়দিনের আগেই ঘোর বিপদ! পর্যটকে ঠাসা আইফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

বাংলাহান্ট ডেস্ক : ক্রিসমাস ইভ, বিশ্বের সর্বত্র জনপ্রিয় পর্যটন স্থানগুলিতে উপচে পড়ছে ভিড়। এমন দিনেই প্যারিসের আইফেল টাওয়ারে (Eiffel Tower) ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। রিপোর্ট বলছে, টাওয়ারের দ্বিতীয় এবং তৃতীয় তলের মাঝে লেগেছে আগুন। ঘটনাস্থলে কয়েক হাজার পর্যটক উপস্থিত ছিলেন। তবে নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা তড়িঘড়ি তাঁদের সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

প্যারিসের আইফেল টাওয়ারে (Eiffel Tower) ভয়াবহ অগ্নিকাণ্ড

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে টাওয়ারের (Eiffel Tower) দ্বিতীয় এবং তৃতীয় তলের মাঝে আগুন লেগেছে। দমকল কর্মীরা মনে করছেন, আইফেল টাওয়ারে ওঠার জন্য যে লিফট রয়েছে, যার মাধ্যমে পর্যটকরা ওঠানামা করে তাতেই যান্ত্রিক ত্রুটির জেরে আগুন লেগেছে। দমকলকর্মীরা আগুনের উৎস স্থলে পৌঁছানোর চেষ্টা করছেন বলে খবর সংবাদ মাধ্যম সূত্রে।

Paris Eiffel tower caught fire on Christmas Eve

নিয়ন্ত্রণে এসেছে আগুন: স্থানীয় মিডিয়ার রিপোর্ট থেকে জানা গিয়েছে, আগুনের উৎসের খোঁজ পেয়েছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, লিফটের কাছে একটি যন্ত্র অত্যধিক উত্তপ্ত হয়ে গিয়েছিল। তার কাছাকাছি থাকা একটি কেবিল তারে লেগে অগ্নিকাণ্ড ঘটে। তবে দমকলকর্মীদের তৎপরতায় আগুন নেভানো হয়েছে, পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে।

আরো পড়ুন : পুলিশি মদতে ভারতে মাদক পাচারের ব্যবসা! মাস্টারমাইন্ডকে হত্যা করল বিষ্ণোই গ্যাং

সুরক্ষিত রয়েছেন পর্যটকরা: অগ্নিকাণ্ডের ঘটনার সময় আইনি কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। ১২০০ জন পর্যটককে দ্রুত সুরক্ষিত ভাবে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখনো এ ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। তবে নিরাপত্তার জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার (Eiffel Tower)।

আরো পড়ুন : আরেব্বাস! স্পেশাল ট্রেন থেকে মেডিক্যাল বুথ, কী নেই! গঙ্গাসাগর মেলা শুরুর আগেই অতি তৎপর রেল

আজ ২৪ শে ডিসেম্বর, ক্রিসমাস ইভ। রাত পোহালেই বড়দিন। আইফেল টাওয়ারে ছিল উৎসাহী পর্যটকদের ভিড়। রিপোর্ট বলছে, প্রতি দিন ১৫-২৫ হাজার পর্যটকের ভিড় হয় এই দর্শনীয় স্থানে। এমতাবস্থায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। একই সঙ্গে ফিরে এসেছে ১৯৫৬ সালের স্মৃতিও। সে বছরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আইফেল টাওয়ারে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর