‘তুসি যা রহে হো?’ শাহরুখের কোলের পুঁচকে ছেলে আজ এত্ত বড়! নস্টালজিক হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : সালটা ১৯৯৮। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ‘কুছ কুছ হোতা হ্যা’ ছবি। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান,সালমান খান,রানী মুখার্জী, কাজল সহ আরও একাধিক অভিনেতা- অভিনেত্রীরা। এই ছবিতেই দেখা গেছে মাথায় পাকড়ি পরে ছোট্ট একটি ছেলেকে। এই ছবিতে তাঁকে দেখা গেছে অভিনেতা শাহরুখ খানের কোলে।

‘রাহুল’,’অঞ্জলীর’ লাভ স্টোরিতে এই ছোট্ট অভিনেতার বড় ভূমিকা দেখা গিয়েছে। কিন্তু জানেন কি এই ছোট্ট অভিনেতা এখন কত বড় হয়ে গেছে। ২০২১ সালে সাত পাকে বাধা পড়েন অভিনেতা। বান্ধবী ডেলনা শ্রফের সঙ্গে শুরু করেছেন নতুন জীবনের পথচলা। নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের কথা জানিয়েছিলেন পারজান।

Kuch Kuch Hota Hai

আর এবার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন এক অন্যরকম ছবি। বলিউড অভিনেতা শাহরুখ খানকে পাশে নিয়ে ছবি পোস্ট করেছেন পারজান। তবে কেবলমাত্র বর্তমানের নয়। অভিনেতার সঙ্গে ছোট বেলারও একটি ছবি পোস্ট করেছেন পারজান। সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার কাঁধে চেপে আছেন তিনি।

পার্জনের ছবি দেখে মুগ্ধ নেট দুনিয়া। কমেন্ট বক্স ভরেছে অনুরাগীদের কমেন্টে। একজন লিখেছেন,’ অসাধারণ লাগছে তোমাদের। মন ছুঁয়ে গেল তোমাদের হাসি’। অন্য আর একজন লিখেছেন ,’ অনেকদিন পর এক ফ্রেমজে দেখা গেল আপনাদের দুজনকে’।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর এই ছবি পদার্পন করেছে ২৪ বছর। এই ছবিতে অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছিলেন কাজল,রানী মুখার্জী এবং শাহরুখ খান। এই ছবিতে ধরা পড়েছে ভালোবাসা ও বন্ধুত্বের গল্প। এই ছবির প্রতি এক অদম্য ভালোবাসা রয়েছে দর্শকদের।

additiya

সম্পর্কিত খবর