নবীকে কটূক্তির জের! জুম্মার নামাজের পর পার্ক সার্কাস, উলুবেড়িয়ায় অবরুদ্ধ পথ

বাংলাহান্ট ডেস্ক : নূপুর শর্মার পয়গম্বর বিরোধী বক্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বিশ্ব রাজনীতি। বিতর্কের আঁচ পড়েছে বাংলার রাজনীতিতেও। মহম্মদের অপমানের বিরুদ্ধে শহর কলকাতাত এবং উলুবেড়িয়াতেও দেখানো হলো বিক্ষোভ। বিক্ষোভের জেরে সকাল থেকেই ভিড়ে ঠাসা হয়ে যায় পার্কসার্কাস চত্বর। হাজার হাজার মানুষ পথে নেমেছেন নবীকে অবমাননায় অভিযুক্ত নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে। গোটা এলাকা হয়ে পরে। অবরুদ্ধ। যানজট ছড়াচ্ছে শহর জুড়ে।

এসবের মধ্যেই ঘটে গেছে আর এক মর্মান্তিক দুর্ঘটনা। আজ দুপুরে, বাংলাদেশ হাই কমিশন থেকে মাত্র ৫০ মিটার দূরে ঘটে গুলি চলার ঘটনা। অ্যাপনির্ভর মোটরবাইকে করে যাচ্ছিলেন এক মহিলা। পুলিশের গুলিতে ঘটনার স্থলেই নিহত হন তিনি। আহত হন চালকও। এর পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই পুলিশকর্মী। ঘটনার পর দেখা যায় আত্মঘাতী পুলিশকর্মীর পাশে পড়ে আছে তাঁর ইনসাস সার্ভিস রাইফেলটিও।

যদিও দুটো ঘটনার মধ্যে কোনও যোগ নেই বলেই জানাচ্ছে পুলিশ। তবে একদিকে বিক্ষোভ, অন্যদিকে গুলিকাণ্ডের অশান্তি– এই দুইয়ের জেরে দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এবং সংলগ্ন এলাকা।

অন্যদিকে, হাওড়ার জেলার উলুবেড়িয়া, পাঁচলাতেও ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। তীব্র গরমের মধ্যে অবরোধে আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হয় অনেক পথচারী।

পয়গম্বর-বিতর্কের জেরে আগের দিনই হাওড়ার ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে ৬ নম্বর জাতীয় সড়ক। ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। হাওড়ার নিবড়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই পথ অবরোধ শুরু করা হয়। সেইসঙ্গে টায়ার জ্বালিয়েও চলে অবরোধ-বিক্ষোভ।


Sudipto

সম্পর্কিত খবর