বাংলাহান্ট ডেস্ক : কলকাতা বললেই আমাদের চোখে ভেসে ওঠে ঐতিহ্য। একদিকে যেমন রয়েছে ব্রিটিশ আমলের বিভিন্ন কারুকাজ করা বাড়ি ও অফিস, তেমনই রয়েছে আধুনিক কেতাদুরস্ত বেশ কিছু রাস্তা ও শপিংমল। এবার দেশের হাইফাই রাস্তাগুলির মধ্যে স্থান পেল কলকাতার দুটি রাস্তা। এগুলো হল পার্ক স্ট্রিট (Park Street) ও ক্যামাক স্ট্রিট (Camac Street)।
আধুনিক কলকাতার (Kolkata) সব থেকে ভালো নিদর্শন হল এই দুটি জায়গা। মজা করে অনেকেই বলেন এই দুই রাস্তায় যেন টাকা ওড়ে। এই দুই রাস্তায় দেখা মেলে বিভিন্ন নামিদামি রেস্তোরাঁ ও হোটেলের। বিদেশি পোশাকের দোকান থেকে দামি পাব, সব কিছুরই দেখা মেলে এই রাস্তায়। উল্লেখযোগ্য বিষয় হল এই দুই রাস্তায় রিটেল দোকানের ভাড়া ভারতের মধ্যে সপ্তম সর্বোচ্চ।
এই কারণগুলোর জন্য দেশের ৩০টি সবথেকে আধুনিক ও বিলাসবহুল শহরের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতার পার্ক স্ট্রীট ও ক্যাম্যাক স্ট্রিট। কলকাতার এই দুটি বিখ্যাত রাস্তাকে সম্প্রতি তুলে ধরা হয়েছে রিয়েল এস্টেট কনসালটেন্সি সংস্থা নাইট ফ্র্যাঙ্কের একটি রিপোর্টে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, রিটেল স্টোরের আকারের নিরিখে দেশের মধ্যে এক নম্বর জায়গায় রয়েছে কলকাতা।
বর্তমান সময় অন্যান্য মেট্রো শহরগুলি তুলনায় কলকাতা অনেকটাই পিছিয়ে এই অভিযোগ করেন নিন্দুকেরা। কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় রিটেল স্টোর গুলি অনেকটাই বড়। পার্ক ট্রিট তৈরি হয় ব্রিটিশ আমলে। কলকাতার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই জায়গা চিরকাল সাহেব পাড়া নামে পরিচিত।
ব্রিটিশ আমলের পতনের পরেও পার্ক স্ট্রিটকে কলকাতার লন্ডন হিসেবে বিবেচিত করা হয়। স্যার এলিজা ইম্পি কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ১৭৭৩ থেকে ১৭৮৯ সাল পর্যন্ত। তার সাধের হরিণ পার্কের রাস্তা ছিল এখানেই। সেই থেকে এই জায়গার নাম হয় পার্ক স্ট্রিট। বিভিন্ন শপিং মল, পাব, নাইট ক্লাব ও বহুজাতিক সংস্থার আউটলেট রয়েছে এই জায়গায়।
দিল্লির খান মার্কেট, গুরুগ্রামের ডিএলএফ গ্যালেরিয়া, কোলাবা কজওয়ে মার্কেট, লোয়ার পারেল এবং লোখণ্ডওয়ালা মার্কেটের পরই ভাড়ার নিরিখে স্থান পেয়েছে কলকাতার পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিট। আধুনিক কলকাতার অন্যতম একটি নিদর্শন হল ইংরেজ আমলের এই পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিট।