‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিন-এও INDIA রয়েছে’, বিরোধী জোটকে তুমুল কটাক্ষ মোদির

বাংলা হান্ট ডেস্ক : জ্বলছে মণিপুর (Manipur)! বাদল অধিবেশনে (Monsoon Session) মণিপুর নিয়ে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার বিজেপির (Bharatiya Janata Party) সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে  ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই ভাষণে বিরোধী জোটকে নিশানা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদি বলেন, শুধু ইন্ডিয়া নাম রাখলেই হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ইন্ডিয়া বসিয়েছিল এবং ইন্ডিয়ান মুজাহিদিনের নামেও ইন্ডিয়া রয়েছে।

নমো এদিন বলেন, বিরোধীরা ছিন্নভিন্ন এবং মরিয়া। বিরোধীদের দৃষ্টিভঙ্গি দেখে মনে হচ্ছে, দীর্ঘদিন ক্ষমতায় আসার ইচ্ছা তাদের নেই। সংসদীয় দলের বৈঠকে ১৫ অগাস্ট  প্রতিটি বাড়িতে পতাকা উত্তোলনের কর্মসূচির কথাও জানান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী তার সংসদ সদস্যদের পরামর্শও দেন। তিনি বলেন, বিরোধী দলের কাজই প্রতিবাদ করা, তাদের করতে দিন এবং নিজের  কাজে মনোনিবেশ করুন। মনে হচ্ছে বিরোধীদের বেশিদিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই। তারা সব সময় বিরোধী দলে থাকতে চায়। প্রধানমন্ত্রী মোদি বলেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ গড়তে হবে। তিনি বলেন, তৃতীয় মেয়াদে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে  হবে। বিরোধী দল সম্পূর্ণ দিকভ্রষ্ট।

opposition

চলতি বাদল অধিবেশনে এটাই ছিল প্রথম সংসদীয় দলের বৈঠক। সংসদের লাইব্রেরি ভবনে এই বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা।

সংসদের বাদল  অধিবেশন চলছে। এই অধিবেশনে তোলপাড় শুরু হয়েছে মণিপুর ইস্যু নিয়ে। বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য এবং সংসদে এই বিষয়ে বিস্তারিত আলোচনার দাবি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবের সঙ্গে স্বল্পমেয়াদী আলোচনার জন্য সরকার প্রস্তুত।

Sudipto

সম্পর্কিত খবর