বাংলাহান্ট ডেস্ক : স্লট বদলানোর পর টিআরপির লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। জি বাংলার ধারাবাহিকটি এক সময় বাংলা সেরার তকমাও পেয়েছে। কিন্তু স্লট বদলের পরেই আচমকা পতন হতে শুরু করে টিআরপিতে। যদিও বড়সড় বদল এসেছে সিরিয়ালের গল্পে। এক লাফে ২০ বছর এগিয়ে গিয়েছে কাহিনি। স্মৃতি হারিয়ে সৃজন ফিরেছে ‘বাবু সিং’ হয়ে। অন্যদিকে মেয়েকে নিয়ে ফের পর্ণার জীবনে শনি হয়ে ফিরে এসেছে ইশা।
নিম ফুলের মধু (Neem Phooler Madhu) সিরিয়ালে ফিরেছে ইশা
নিম ফুলের মধুর (Neem Phooler Madhu) দর্শকরা জানেন, বর্তমানে সৃজনের স্মৃতি ফেরানোর চেষ্টা করছে পর্ণা সহ দত্ত বাড়ি। কিন্তু সৃজনের সঙ্গে হাজির হয়েছে মোহিনী। অন্যদিকে সৃজন পর্ণার ছেলে অর্পণ বিয়ে করে নিয়ে এসেছে তুহিনাকে, যে আবার ইশার মেয়ে। ষড়যন্ত্র করেই তাকে দত্ত বাড়িতে পাঠিয়েছে পর্ণার পুরনো শত্রু ইশা। যদিও সে নিজে ছদ্মবেশে থাকায় তাকে কেউ চিনতে পারেনি এখনো। তবে সন্দেহ জেগেছে পর্ণার মনে।
বড় বিপদে পড়েছে পর্ণা পুঁটি: এবার কার্যত জোড়া বিপদ এসে পড়েছে পর্ণার ঘাড়ে। জানা গিয়েছে, মোহিনীর সঙ্গে হাত মিলিয়ে পর্ণা আর পুঁটিকে একসঙ্গে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে ইশা। এদিকে তারা বাড়িতে না ফেরায় চিন্তায় পড়েছে সমগ্র দত্ত বাড়ি। বাবু সিং ওরফে সৃজন কিছু একটা আন্দাজ করেই মা মেয়েকে বাঁচাতে বেরিয়ে পড়ে। কীভাবে পর্ণা পুঁটিকে বাঁচাবে সৃজন? সেটাই দেখা যাবে সিরিয়ালের আগামী পর্বে।
আরো পড়ুন : খ্যাতি পেয়েই ডিভোর্স প্রথম স্বামীকে, নতুন প্রেমিকের সঙ্গে দু নম্বর বিয়ে কবে ‘রোশনাই’ তিয়াশার?
কী হতে চলেছে সিরিয়ালে: দর্শকরা জানেন, পর্ণার দীর্ঘদিনের তথা সবথেকে বিপজ্জনক শত্রু ইশা। বহুবার মুখোমুখি হয়েছে তারা। কিন্তু দত্ত বাড়ির (Neem Phooler Madhu) সকলে জানেন যে ইশা মারা গিয়েছে। কিন্তু সে যে বহাল তবিয়তে বেঁচে রয়েছে তা সম্ভবত এবার ফাঁস হতে চলেছে। আর সেই সঙ্গেই প্রকাশ্যে আসবে তুহিনার পরিচয়ও। সেটা কবে ঘটবে তার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
আরো পড়ুন : ইঞ্জিনিয়ার থেকে ইউটিউবার, মুকুটে নয়া পালক ‘বং গাই’এর, ফোর্বস সেরার অ্যাওয়ার্ড সামনে আনলেন কিরণ
প্রসঙ্গত, শেষ টিআরপিতে ৪.৬ নম্বর পেয়েছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। টিআরপি বাড়ানোর সবরকম চেষ্টা চালাচ্ছেন নির্মাতারা। কিন্তু চ্যানেলে বর্তমানে সবথেকে কম টিআরপি সিরিয়াল গুলির মধ্যেই জায়গা হয়েছে নিম ফুলের।