শাশুড়িকে গামলা কিনে দিতে চুল বিক্রি করল পর্ণা, টেকো অভিনেত্রীকে দেখে হাসির রোল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জগতে এক জনপ্রিয় নাম পল্লবী শর্মা। বরাবরই চর্চায় থাকেন এই অভিনেত্রী। তাঁকে নিয়ে নেট মাধ্যমে কম হাসাহাসি হয়না। কিন্তু তিনি সবে পাত্তা দিতে নারাজ। মন দিয়ে অভিনয় করতে ভালোবাসেন এই অভিনেত্রী। একের পর এক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে।

ষ্টার জলসার পর্দায় এর আগে এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল ‘কে আপন কে পর’ ধারাবাহিকে। জবা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার পর্দায়। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

Neem phuler modhu

গত বছরের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকের পথচলা। ধারাবাহিকে অভিনেত্রীর চরিত্রের নাম পর্ণা। সদ্যই সে বিয়ে করে এসেছে যৌথ পরিবারে। শাশুড়ি-ভাসুরদের সঙ্গে সংসার করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন এই অভিনেত্রী। তবে তাঁকে সব কিছুতে অনুপ্রেরণা জোগান অভিনেতার ঠাকুমা। নাত বৌ এবং ঠাকুমা শাশুড়ির সম্পর্ক বেশ মধুর।

যদিও ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় চলছে ট্রোলিং। আবারও ঘটল সেই একই ঘটনা। গামলা,বালতি কিনবেন বলে মাথা থেকে উঠে যাওয়া চুল সযত্নে জমিয়ে রেখেছিলেন পর্ণার শাশুড়ি মা। কিন্তু সেই চুল ফেলে দেন পর্ণা। আর তাতেই রেগে আগুন শাশুড়ি। অবশেষে ন্যাড়া হয়ে সেই চুল দিয়ে শাশুড়িকে বালতি, গামলা কিনে দিলেন পর্ণা। আর এই ঘটনা দেখেই হেসে খুন নেটপাড়া।

Neem Phuler Modhu

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘দর্শকরা আমাকে নিয়ে ট্রোল করুক অথবা আমাকে ভালোবাসুক। মোট কথা দর্শকরা আমার অভিনয় দেখছে। আর তাতেই আমি খুশি’।

জি বাংলার এই ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়েছে উত্তর কলকাতার বনেদি বাড়ির প্রেক্ষাপট। যেখানে বাড়ির বৌ-দের থাকতে হবে বাড়ির ভেতরেই। তাঁরা ঘর থেকে বেরিয়ে চাকরি করতে পারবেন না। কিন্তু এই পর্ণা চরিত্রটি একেবারেই আলাদা। সে সংবাদ মাধ্যমে জুটিয়ে ফেলেছে চাকরি। যা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর শাশুড়ি। বর্তমানে শাশুড়ি-বৌমার ঠোকাঠুকির গল্প নিয়েই দিব্যি এগিয়ে যাচ্ছে ধারাবাহিক।

additiya

সম্পর্কিত খবর