বাংলাহান্ট ডেস্ক: দ্রুত ছড়াচ্ছে করোনা (corona)। টলি টাউনে একের পর এক তারকার মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসছে। অতি সম্প্রতি মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী ও জিৎ। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা।
এবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন অভিনেত্রী তথা বিজেপির (bjp) প্রার্থী পার্নো মিত্র (parno mitra)। চলতি বিধানসভা নির্বাচনে বরানগর থেকে গেরুয়া শিবিরের হয়ে লড়ছেন তিনি। গত ২২ এপ্রিল ভোট হয়ে গিয়েছে পার্নোর নির্বাচনী বিধানসভা কেন্দ্রে। আর ভোট মেটার পরেই এই খারাপ খবর জানালেন পার্নো।
নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অভিনেত্রী। তিনি লেখেন, গত সাত দিন যারা যারা তাঁর সংস্পর্শে এসেছে তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন। উপরন্তু সবার স্বার্থে তাদের কোয়ারেন্টাইনে যাওয়ার ও মাস্ক ব্যবহার করারও অনুরোধ জানান পার্নো।
ষষ্ঠ দফায় বরানগরে নির্বাচন হয়েছে। এদিন নয়টি গাড়ির কনভয় নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে ঘুরে বেড়ান পার্নো। অবশ্য এর জন্য তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও করেন বিরোধী তৃণমূল প্রার্থী। মনে করা হচ্ছে নির্বাচনী প্রচার সারার সময়েই করোনা আক্রান্ত হয়েছেন পার্নো। শেষের দিকে তাঁর সমর্থনে প্রচার করেন অমিত শাহও।
প্রসঙ্গত, ২০১৯ এই বিজেপিতে যোগ দিয়েছিলেন পার্নো।মনোনয়ন জমা দেওয়ার সময় নিয়ম মাফিক সম্পত্তির পরিমাণ উল্লেখ করে হলফনামাও জমা দিয়েছেন পার্নো। ২০১৯-২০ অর্থবর্ষে পার্নোর মোট আয় ছিল ১৭ লক্ষ ৩২ হাজার ৯৪৮ টাকা। এই মুহূর্তে হাতে মোট নগদ রয়েছে ১৪ হাজার ৩৭৫ টাকা। তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে পার্নোর। সেখানে রয়েছে ২ লক্ষ ৯১ হাজার ২৬৪ টাকা ২৬ পয়সা, ৫ হাজার ২৪৩ টাকা ২০ পয়সা ও ৪ হাজার ১৪৭ টাকা ২৬ পয়সা।
বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট রয়েছে পার্নোর। সব কটি মিলিয়ে ব্যাঙ্কে প্রায় ৮ লক্ষ টাকা রয়েছে অভিনেত্রী প্রার্থীর। বালিগঞ্জের কর্নফিল্ড রোডের ফ্ল্যাটটি ২০১৬ সালে কিনেছিলেন পার্নো। সেই সময় ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটির দাম পড়েছিল ৫০ লক্ষ টাকা। এখন তার বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা। এই ফ্ল্যাটেই থাকেন পার্নো। এছাড়া তাঁর নামে আর কোনো জমি নেই।
মাত্র ২০ গ্রাম সোনার মালকিন পার্নো। একটি সেকেন্ড হ্যান্ড ইকো স্পোর্ট ফোর্ড গাড়ি রয়েছে তাঁর যার দাম ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। ২ লক্ষ ৯ হাজার টাকার একটি জীবনবিমা রয়েছে পার্নোর। ব্যাঙ্কে তাঁর নামে কোনো ঋণ নেই বলেই জানিয়েছেন তিনি।