“সামনে আসুক সত্যি!” ইচ্ছা প্রাক্তন শিক্ষামন্ত্রীর, আইনজীবীর মাধ্যমে কীসের ইঙ্গিত দিলেন পার্থ?

বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় কারাবাসে রয়েছেন। মঙ্গলবার তিনি তার আইনজীবীর মাধ্যমে জানালেন যে সামনে আসুক সত্যি। তিনি যদি দোষী হন তাহলে দোষী, আর তা না হলে সেটাও প্রমাণ হোক। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে সত্যিটা কি? এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে আর কোন কোন রাঘব বোয়াল? সকলেই তাকিয়ে এই দুর্নীতি মামলায়।

তবে কি পার্থ চট্টোপাধ্যায় সেই রাঘব বোয়ালদের নামই প্রকাশ্যে আনতে চাইছেন? এসএসসি দুর্নীতির কথা উঠলেই বারবার সামনে চলে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। সংবাদমাধ্যমেও পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কম বিশ্লেষণ হচ্ছে না। আইনজীবীর মাধ্যমে প্রাক্তন শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, বন্ধ হোক মিডিয়া ট্রায়াল।

ব্যাঙ্কশাল আদালতে ইডির মামলা থেকে অব্যাহতি ও জামিনের মামলায় শুনানি ছিল মঙ্গলবার। কিন্তু সেই শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানের দিন। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের তরফে করা হয়েছিল জামিনের আবেদন। কিন্তু ইডি এই বিষয়ে জবাব দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় চেয়ে নিয়েছে।

partha chatterjee

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সুকন্যা ভট্টাচার্য জানিয়েছেন, পার্থবাবু চাইছেন বিষয়টির সত্যতা সবার সামনে উন্মোচিত হোক। যদি উনি দোষী হন তাহলে দোষী। যদি না হন তাহলে তা প্রমাণ হোক। এর পাশাপাশি দেখা হোক যাতে মিডিয়া ট্রায়াল না হয়। প্রকাশ করা হোক সত্যি খবর। আমাদের বিচার ব্যবস্থা ও সংবাদমাধ্যমের উপর পূর্ণ আস্থা রয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর