সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করছেন অর্জুন! বোমা ফাটালেন পার্থ! ব্যারাকপুরের সাংসদ বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ চার বছর পুরনো একটি মামলায় সম্প্রতি সিআইডির মুখোমুখি হওয়ার আগে খুনের চক্রান্তের কথা বলেছিলেন অর্জুন সিং (Arjun Singh)। রাশিয়া থেকে কেমিক্যাল জাতীয় জিনিস এনে তাঁকে প্রাণে মারার পরিকল্পনা করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি নেতা। এবার উল্টে তাঁর বিরুদ্ধেই খুনের চক্রান্তের অভিযোগ আনলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)।

  • অর্জুনের (Arjun Singh) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পার্থর!

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খোলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। পার্থ বলেন, জগদ্দলের জোড়াফুল বিধায়ক সোমনাথ শ্যামকে (Somnath Shyam) প্রাণে শেষ করার চেষ্টা করা হচ্ছে। বিহার থেকে গ্যাং এনে এই পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

পার্থ বলেন, ‘পুলিশ কমিশনারকে জানিয়েছি। সোমনাথ শ্যামের নিরাপত্তা বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে বড় গ্রুপ ভাড়া করা হয়েছে। আমি সোমনাথকে একটা ১৬৪ করে রাখতে বলেছি। ও যদি খুন হয়, তাহলে দায়ী থাকবেন অর্জুন সিং। অর্জুন সিং সোমনাথের কাছে পরাজিত হয়েছে বলে আক্রোশে এটা করতে পারে’।

আরও পড়ুনঃ আবাস যোজনার টাকা ‘হাপিস’! ৩ TMC নেতা সহ ২৫ জনকে চরম ‘শিক্ষা’ দিল আদালত

জগদ্দলের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক আবার জানিয়েছেন, ব্যারাকপুর সহ সমগ্র বাংলায় অর্জুন সিং ছাড়া তাঁর কোনও শত্রু নেই। সোমনাথ শ্যামের কথায়, ‘কিছু মানুষ আমায় রাস্তা থেকে সরাতে চাইছে। যাদের সমস্যা হচ্ছে। ব্যারাকপুর কিংবা সম্পূর্ণ বাংলায় অর্জুন ছাড়া আমার কোনও শত্রু নেই। নানান খুনে অর্জুন সিংয়ের মদত রয়েছে। ও ভাবছে সোমনাথ রাস্তার কাঁটা’।

Arjun Singh

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বছর চারেক পুরনো একটি মামলায় সিআইডির মুখোমুখি হওয়ার আগে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন অর্জুন সিং (Arjun Singh)। সাংবাদিকদের সামনে দাবি করেন, তাঁকে প্রাণে মারতে রাশিয়া থেকে কেমিক্যাল জাতীয় জিনিস আনা হতে পারে। তার শরীরে প্রবেশ করলে তৎক্ষণাৎ কিছু হবে না। তবে ৩ থেকে ৬ মাসের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হয়ে যেতে পারে। সত্যি সত্যি তাঁর শরীরে এমন কোনও রাসায়নিক প্রবেশ করেছে কিনা তা জানতে গত সোমবার হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষাও করিয়েছেন বিজেপি নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর