‘খোদ ভগবান তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে” বিতর্ক উস্কে দিয়ে বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রীর

   

বাংলা হান্ট ডেস্কঃ ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ভগবান তৈরি করেন’, ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন এক তৃণমূল (Trinamool Congress) নেতা। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কখনো রানী রাসমণি, আবার কখনো মা সারদা, লতা মঙ্গেশকর এবং সচিন তেন্ডুলকরের তুলনা টেনে বসেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এবার সেই তালিকায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik)। তাঁর দাবি, ভগবান তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

কয়েকদিন পূর্বেই বিজয়া সম্মিলনীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সচিন তেন্ডুলকর এবং লতা মঙ্গেশকরের তুলনা টানেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। একই সঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে রানী রাসমণি এবং মা সারদার তুলনা টেনে বসেন একাধিক দলীয় নেতা মন্ত্রীরা। এদিন বারাসাতে কালী পুজোর উদ্বোধনে এসে পার্থ ভৌমিক বলেন, “ইচ্ছা করলেই কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না। ২৬ দিন অনশন কেউ ইচ্ছে করলে করতে পারবে না, কারণ যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে না। ভগবান তৈরি করেন ওঁনাকে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্যের মতো তৃণমূল নেতা এবং শিক্ষা আধিকারিকরা হেফাজতে, আবার অপরদিকে বিক্ষোভ প্রদর্শনে বসেছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। সেই ইসুকে টেনে এনে এদিন পার্থবাবু বলেন,” একজন চিকিৎসক যদি ভুল চিকিৎসা করে এবং সেক্ষেত্রে কোন রোগই মারা যায়, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে অনেকেই। তবে আন্দোলনকারীর ছেলে যদি পরের দিন জ্বরে কাবু হয়, তখন কি তিনি কোন চিকিৎসককে দেখাতে যাবেন না? অর্থাৎ শিক্ষা দপ্তরে কেউ যদি অভিযুক্ত হয়, সে ক্ষেত্রে গোটা শিক্ষা ব্যবস্থাকে খারাপ বলা কখনোই উচিত নয়।”

পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে রাজ্যের মন্ত্রী বলেন, “তৃণমূলের নেতা কিংবা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে ব্যবহার করে যদি অন্যায় করে থাক,  তাহলে তার দায় ওই ব্যক্তিরই। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা যাবে না।”

Untitled design 2022 09 07T130146.792

একই সঙ্গে তিনি আরো বলেন, “যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে সেটা তার ব্যক্তিগত অন্যায়। বিরোধী দলগুলি যে দিদির সাদা কাপড়ে পাপের কালি তুলে দিচ্ছে, সেই প্রশ্ন আপনাদের কাছে আমি করতে পারব না?” তবে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা ছাপিয়ে ইতিমধ্যেই ভগবান-মুখ্যমন্ত্রী ইস্যুতে পার্থ ভৌমিকের মন্তব্যের জেরে সরগরম হয়ে উঠেছে রাজনীতি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর