বাংলা হান্ট ডেস্কঃ টাকা তোলা নিয়ে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় ছিলেন দলেরই একাংশ। এবার এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)।
রাজ্যের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন আসন্ন। এর মধ্যে অন্যতম হল বাগদা (Bagdah)। সেই আসনে উপনির্বাচনের জন্য কর্মীসভায় গিয়ে দলের কর্মীদের উদ্দেশে টাকা তোলা নিয়ে কড়া বার্তা দেন পার্থ। TMC সূত্রে জানা যাচ্ছে, বাগদার কুড়ুলিয়ার ওই কর্মীসভায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ব্যারাকপুরের তৃণমূল (Trinamool Congress) সাংসদ।
পার্থ বলেন, ‘মানুষের থেকে যারা টাকা নিয়েছেন, তাঁরা রাতের অন্ধকারে মানুষের কাছে গিয়ে পা ধরে ক্ষমাচান। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা ভোট চাইতে যাবেন না। দূরে ভিড়ের মধ্যে মিশে থাকবেন। আপনাদের এটা শেষ সুযোগ। এবার নিজেদের শুধরে নিন’।
আরও পড়ুনঃ ১০০০ অতীত, এবার মিলবে ৮০,০০০ টাকা! কারা পাবেন এই সুবিধা? দুর্দান্ত স্কিম সরকারের
বাগদা বিধানসভা উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করিয়েছে তৃণমূল। এদিন তাঁর সমর্থনে বয়রা পঞ্চায়েত অঞ্চলে দলীয় কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন পার্থ। সেখানেই দলীয় কর্মীদের একাংশের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি।
সভা শেষ হওয়ার পর পার্থ বলেন, ‘দলীয় কর্মীরা এই সভায় মন খুলে কথা বলেছেন। আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করেছিল। এটাই আসল তৃণমূল কংগ্রেস’। জানা যাচ্ছে, বাগদা ব্লক অফিসের ‘দুর্নীতি’ প্রসঙ্গে এদিনের কর্মীসভায় সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ। তবে এই নিয়ে কোনও রকম মন্তব্য করেননি তিনি।
টাকা তোলা নিয়ে দলীয় কর্মীদের একাংশকে পার্থ কড়া বার্তা দিলেও সেই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না BJP শিবির। পদ্ম শিবিরের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘এসব নাটক করে কোনও লাভ হবে না। বাগদার সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না’।