প্রথম স্থানাধিকারীকে সাহায্যের বার্তা শিক্ষামন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আজ সকালে ফল প্রকাশ হয়েছে মাধ্যমিকের। রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে দেশপ্রান বিদ্যাপীঠ এর ছাত্র সৌগত দাস। সৌগত ৭০০ তে ৬৯৪ পেয়েছে।

সৌগতর রেজাল্টে ভীষণ খুশি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী সৌগত কে বলেন, “দারুন রেজাল্ট করেছো তুমি,আগামী দিনে তোমার যা সাহায্য লাগবে সব রকম ভাবে সাহায্য করবো আমরা। আগামী দিনে আরো সাফল্য অর্জন করো।”

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন,মাধ্যমিকে পশ্চিমবঙ্গের পাসের হারে তিনি খুশি।

সম্পর্কিত খবর

X