কলেজের মেধা তালিকায় সানি লিওনের নাম! ভর্তি দুর্নীতি লোকাতেই করা হয়েছিল কৌশল?

বাংলাহান্ট ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল‍্যকর সব মোড় উঠে আসছে প্রায় প্রতিদিনই। পার্থ চট্টোপাধ‍্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপধ‍্যায়ের টালিগঞ্জের ফ্ল‍্যাট থেকে ২১ কোটি টাকা উদ্ধারের পর ফের বেলঘরিয়ার ফ্ল‍্যাট থেকে ২৮ কোটি নগদ টাকা সহ প্রায় ৫ কেজি সোনা। এর মাঝেই দু বছর পুরনো একটি ঘটনা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।

২০২০ সালে একটি ঘটনা রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছিল। আশুতোষ কলেজের মেধা তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছিল ইংরেজি অনার্সে ভর্তি হয়েছেন প্রাক্তন পর্ন তারকা সানি লিওন (Sunny Leone)। বেস্ট অফ ফোরে ৪০০ র মধ‍্যে ৪০০ ই পেয়েছিলেন তিনি।

sunny leone soon to start her own fitness show 1024x1024 1
ব‍্যাপারটা এতটাই ভাইরাল হয়েছিল যে খবর পৌঁছে গিয়েছিল খোদ সানির কাছেও। শুধু সানি নন, ওই কলেজের মেধাতালিকার কম্পিউটার সায়েন্সের জেনারেল বিভাগেও ২ থেকে ২৮ নম্বর পর্যন্ত নামের জায়গায় শুধুমাত্র কিছু অক্ষর বসানো ছিল। যান্ত্রিক ত্রুটি বা ভর্তির ভুয়ো আবেদন জমা পড়েছে বলে দাবি করেছিল কলেজ কর্তৃপক্ষ। প্রথম ২৮ জনকে বাদ দিয়ে ভর্তি করা হয়েছিল কলেজের তরফে।

ওই ঘটনায় কলেজে ভর্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ভুয়ো নাম দিয়ে কি আসলে টাকা হাতানোর পরিকল্পনা করা হয়েছিল সে সময়ে? উপরন্তু প্রাক্তন শিক্ষমন্ত্রী কোনো ব‍্যবস্থাও নেননি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

যদিও ঘটনাটি প্রকাশ‍্যে আসতেই ‘ভুয়ো’ সানি লিওনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল আশুতোষ কলেজ। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় মামলা দায়ের করে তদন্তের আর্জি জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছিল, করোনা পরিস্থিতির জন‍্য অনলাইনেই কলেজে ভর্তির আবেদনপত্র জমা পড়েছে।

Untitled design 87 2
সেই সুযোগে বহু ভুয়ো আবেদনও এসেছে। সানি লিওনের বিষয়টিও তেমনই বলে মনে করছিলেন কলেজ কর্তৃপক্ষ। ওই ভুয়ো আবেদনকারীর ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস তুলে দেওয়া হয়েছিল লালবাজারের হাতে।


Niranjana Nag

সম্পর্কিত খবর