২ বছর ধরে জেলবন্দি! নিয়োগ দুর্নীতি মামলায় আবার জামিনের আর্জি পার্থর! শুনানি কবে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও বিগত দু’বছর ধরে জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। এবার ফের একবার জামিনের আবেদন জানালেন। মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিনের আর্জি জানিয়েছেন পার্থ।

  • ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)

মঙ্গলবার বিশেষ সিবিআই (CBI) আদালতে জামিনের আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর ওই মামলায় শুনানি হবে। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে আবার তদন্তের স্বার্থে পার্থকে হেফাজতে রাখার আবেদন করা হয়েছে।

পার্থর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ধৃত অয়ন শীলেরও জেল হেফাজতের আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর অবধি পার্থ এবং অয়নের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি ভবন যাচ্ছেন প্রধান বিচারপতি! পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি! পরবর্তী শুনানি কবে?

২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার হন পার্থ। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালান গোয়েন্দারা। সেই সঙ্গেই চলে জেরা। পার্থর পাশাপাশি তাঁর ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাটেও হানা দেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় টাকার পাহাড়! একইসঙ্গে পাওয়া যায় সোনার গয়না এবং বিদেশি মুদ্রা।

partha chatterjee

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলের চার দেওয়ালের মধ্য়েই জীবন কাটছে পার্থর (Partha Chatterjee)। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি। ইডির পর তাঁর বিরুদ্ধে আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআইও অভিযোগ আনে। দুই মামলা বর্তমানে বিচারাধীন। বিগত দু’বছরে একাধিকবার জামিনের আর্জি জানিয়েছেন পার্থ। তবে প্রত্যেকবারই তা খারিজ হয়ে গিয়েছে। এবার ফের একবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X