মুখে রচছে না জেলের খাবার! তেলেভাজার সঙ্গে পাঁঠার মাংসের আবদার পার্থর

বাংলাহান্ট ডেস্ক : জেলের খাবার মুখে তুলতে পারছেন না এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তেল-মশলা ছাড়া খাবারে একদমই অরুচি। আর তাই রবিবার দুপুরে পাঁঠার মাংস খাওয়ার জন্য ‘আবদার’ জুড়ে বসেন তিনি। ইডির (ED) আধিকারিকরা অবশ্য পার্থর এই ‘অন্যায় আবদার’ মেটাননি। চিকিৎসকদের নির্দেশ মেনে নির্দিষ্ট ডায়েট চার্টও মেনে চলা হচ্ছে তাঁর জন্য। কেন্দ্রীয় তদন্তকারীদের অনুমতি ছাড়া কোনও পছন্দসই খাবার খাওয়ার উপায় নেই পার্থর। অর্পিতা মুখোপাধ্যায়ের অবস্থাও তেমনই। মাঝেমধ্যেই ড্রাই ফ্রুটস এবং ব্ল্যাক কফির আর্জি জানালেও পাত্তা দেয়নি ইডি।

জানা যাচ্ছে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের (Saltlake CGO Complex) জেলে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ডায়েট চার্ট। পাঁঠার মাংস (Mutton) খাওয়ার আর্জি মঞ্জুর করেনি ইডি। তার বদলে পার্থর পাতে জুটেছে ২ পিস মুরগির মাংসের পাতলা ঝোল। আর কী কী রয়েছে পার্থর জেলের মেনু কার্ডে? ইডি (ED) সূত্রে জানা যাচ্ছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হচ্ছে সুগার ফ্রি দেওয়া লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। এরপর প্রাতঃরাশে ওটসের খিচুড়ি। এক ঘণ্টা পর দু’রকমের ফল। দুপুরের খাবারে মিলেছে ভাত, ডাল, ২ পিস মুরগির মাংসের পাতলা ঝোল। দুপুরে খাবার পর মুস্বাম্বি লেবু। বিকেলে তেলেভাজা খেতে চেয়েছিলেন পার্থ। কিন্তু, বদলে তাঁকে দেওয়া হয়েছে মুড়ি এবং দু’টি বিস্কুট। রাতে খাবারে থাকছে দু’টো রুটি এবং সবজি।

অর্পিতা চট্টোপাধ্যায়ের ডায়েট চার্ট থেকেও বাদ পড়েছে যাবতীয় তেল-মশলা যুক্ত খাবার। জানা যাচ্ছে বারবারই তিনি ড্রাই ফ্রুটস (Dry Fruits) এবং ব্ল্যাক কফি (Black Coffee) খেতে চাইছেন। যদিও সেই দাবি মেটায়নি ইডি (ED)। ইডির জেলে অর্পিতার জন্যও ডায়েট চার্ট তৈরি করা হয়েছে। তাঁর মেনুতে রয়েছে, সকালে ঘুম থেকে উঠে চিনি ছাড়া লিকার চা এবং দু’টি ক্রিম ক্র্যাকার বিস্কুট। প্রাতরাশে চারটি ব্রাউন ব্রেড, ডিম সেদ্ধ এবং কলা। এর এক ঘণ্টার মধ্যে অর্পিতাকে দেওয়া হচ্ছে দু’রকমের ফল। এরপর দুপুরের মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি এবং মাছ। সন্ধ্যেবেলা দেওয়া হচ্ছে চা এবং বিস্কুট। রাতে খাবারে দেওয়া হচ্ছে দুটো রুটি আর সবজি।


Sudipto

সম্পর্কিত খবর