২৬০০০ চাকরি যেতেই মমতার মুখে পার্থর কথা! বললেন, একজনের অপরাধে…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগে দুর্নীতির জেরে বাতিল হয়ে গেল ২৬০০০ চাকরি। SSC নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) বৃহস্পতিবার ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে এই একই দিনে আদালতে জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না পার্থ। এই যুক্তি দিয়ে আদালতে পার্থর জামিনের আবেদন করেন তার আইনজীবী। যে কোনো শর্তে মক্কেলের জামিন চান পার্থ।

নিজেকে নির্দোষ বলে জামিনের আবেদন পার্থর-Partha Chatterjee

বিশেষ সিবিআই আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‌আমার মক্কেল নির্দোষ। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক তাকে।’‌ নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। আগে তাকে ‘দুর্নীতির মাস্টারমাইন্ড’এর আখ্যা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।

এদিকে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এল পার্থ প্রসঙ্গ। এদিন নবান্ন থেকে চাকরি বাতিল প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘এই মামলায় তো তৎকালীন শিক্ষামন্ত্রীকে (পার্থ চট্টোপাধ্যায়) জেলে রেখে দেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল! একজনের অপরাধে কতজনের শাস্তি হয়?’

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

আরও পড়ুন: ‘ব্যবস্থা নিতে বলুন, নাহলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হব’! স্পষ্ট জানাল হাইকোর্ট! কোন মামলায়?

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। যদিও অর্পিতা এখন জামিনে মুক্ত। এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও গতবছর পার্থকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও জামিন অধরা পার্থর।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X