বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা (SSC Recruitment Scam) নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। দীর্ঘ আইনি জটিলতা শেষে সদ্য ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। যে কারণে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। এর দায় কার? এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)।
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ। পরেরদিন গ্রেফতার হন অর্পিতা। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে দু’জনের। শুক্রবার এই মামলাতেই কলকাতার নগর দায়রা আদালতে নিয়ে আসা হয় পার্থ-অর্পিতাকে। তখনই প্রায় ২৬,০০০ বাতিলের দায় কার? জিজ্ঞেস করা হয় দু’জনকে।
এদিন নিয়োগ মামলায় ধৃত পার্থ, অর্পিতার (Partha Arpita) পাশাপাশি কুন্তল ঘোষ এবং মানিক ভট্টাচার্যকেও আদালতে হাজির করানো হয়েছিল। আদালতে ঢোকার মুখে প্রিজন ভ্যান থেকে নামার সময় ‘পার্থ বান্ধবী’কে বেশ কিছু প্রশ্ন করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অর্পিতাকে জিজ্ঞেস করা হয়, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হয়ে গেল। এই বিষয়ে কি কিছু বলতে চান?
আরও পড়ুনঃ MP, MLA না হয়েই কাড়ি কাড়ি টাকার মালিক! দেবাংশুর সম্পত্তির পরিমাণ শুনলে ছিটকে যাবেন
উত্তরে অর্পিতা শুধু বলেন, ‘আমি এই বিষয়ে কিছু জানি না। যাঁদের প্রশ্ন করার তাঁদের করুন’। ‘যাঁদের’ বলতে তিনি ঠিক কাকে কাকে বুঝিয়েছেন সেটা অবশ্য বোঝা যায়নি। এরপর অর্পিতাকে জিজ্ঞেস করা হয়, এক ধাক্কায় ২৬,০০০ মানুষের চাকরি বাতিল হয়েছে। এর দায় কার? এই প্রশ্নের কোনও উত্তর দেননি ‘পার্থ বান্ধবী’।
আজ জামিনের বিষয় নিয়েও অর্পিতাকে জিজ্ঞেস করেন সাংবাদিকরা। জামিন নিয়ে কি কিছু ভাবছেন? এই প্রশ্নেরও কোনও উত্তর দেননি তিনি। অন্যদিকে পার্থকেও নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিলের রায় প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। প্রায় ২৬,০০০ প্রার্থীর চাকরি বাতিলের দায় কি আপনার নয়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরের কোনও জবাব দেননি পার্থ।
আজকের শুনানি শেষে আদালত চত্বরে জেলজীবন নিয়ে খানিক আক্ষেপ করতে দেখা যায় অর্পিতাকে। তাঁকে জিজ্ঞেস করা হয়, আপনার এই অবস্থার জন্য কি পার্থ চট্টোপাধ্যায়কে আপনার দায়ী বলে মনে হয়? কিছুক্ষণ চুপ থেকে বলেন, ‘কাকে আর দোষ দেব? সব চলছে। ঠিকঠাকই আছে’।