বড় খবর: ১৭ এপ্রিল জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়? চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চলেছে আদালত

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তাকেই নিয়োগ দুর্নীতির ‘কিনপিং’ আখ্যা দিয়েছিল তদন্তকারী সংস্থা। আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল সিবিআইয়ের বিশেষ আদালতে। তবে এদিন সেই শুনানি হল না।

জামিন পেতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়? Partha Chatterjee

সূত্রের খবর, এদিন সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অনুপস্থিত থাকার কারণে পার্থর জামিন মামলার শুনানি হয়নি। এরপর আগামী ১৭ এপ্রিল ওই মামলার শুনানি হবে সিবিআইয়ের বিশেষ আদালতে। সেদিনই প্রাক্তন তৃণমূল মহাসচিবের জামিনের আর্জি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আদালত। চলতি মাসেই জামিন পাবেন পার্থ? আদালতের সিদ্ধান্তের দিকে নজর সকলের।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআইয়ের মামলায় এখনও জামিন অধরা। ওই মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে মামলায় ইতিমধ্যেই অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ নিয়োগ দুর্নীতি মামলায় একে একে সকলেই জামিন পেয়েছেন। তবে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। রেকর্ড করা হয়েছে তার বয়ান।

partha chatterjee

আরও পড়ুন: হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অনুমতি দিয়ে দিল হাইকোর্ট! শর্ত বেঁধে বড় নির্দেশ বিচারপতি ঘোষের

এদিকে এমন একটি সময় পার্থর জামিনের সম্ভাবনা তৈরি হয়েছে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য। সম্প্রতি নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে প্রায় ২৬ হাজার চাকরিহারা। হকের চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে যোগ্যরা। এই পরিস্থিতিতে পার্থ জামিন পান কিনা, তা নিয়ে কৌতূহল সব মহলে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X