সময় খারাপ! নিয়োগ দুর্নীতিতে আর কতদিন জেলে থাকবেন পার্থ? আজ যা হল… ফের তোলপাড়!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। একাধিকবার জামিনের আবেদন করেও সুরাহা হয়নি। বুধবার যেমন ফের একবার পার্থর জামিন মামলার শুনানি বাতিল হয়ে গেল।

  • জেলবন্দি অবস্থাতেই ধাক্কা খেলেন পার্থ (Partha Chatterjee)!

বুধবার বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে এদিন শুনানির শুরুতেই ইডির (Enforcement Directorate) তরফ থেকে জানানো হয়, প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সকল মামলার শুনানি ইডি বিশেষ আদালতে হোক। তারা এমনটাই চাইছে। অর্থাৎ এই সংক্রান্ত সব মামলার শুনানি একজন বিচারকই করুন।

ইডির এই আবেদনের ফলে আজ বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের (Bail Plea) শুনানি হয়নি। কোন আদালতে এই মামলার শুনানি হবে, তা আগামী ২২ নভেম্বর ঠিক করা হতে পারে বলে খবর। এরপরেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! আবারও ঘূর্ণিঝড়ের তাণ্ডব বাংলায়? বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) ২০২২ সালে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে ২ বছরের অধিক সময়। এখনও জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে প্রাক্তন মন্ত্রীর। এই সময়কালে একাধিকবার জামিনের আবেদন করেছেন তিনি। তবে কিছুতেই কিছু হয়নি। আজ বিশেষ সিবিআই আদালতে পার্থর জামিন সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও শেষে তা বাতিল হয়ে যায়।

Partha Chatterjee again appeals for bail in recruitment scam case

এদিকে আবার জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর (Partha Chatterjee) বিরুদ্ধে আদালতে জোরালো তথ্য প্রমাণ পেশ করার তোরজোড় করছে সিবিআই। ইতিমধ্যেই বিচারকের কাছে সাক্ষীদের গোপন জবানবন্দি করানোর আইনি প্রক্রিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শুরু করেছে বলে খবর। এদিকে আগামী ২২ নভেম্বর ঠিক হবে, প্রাথমিক দুর্নীতি সম্বন্ধিত দায়ের করা সিবিআইয়ের মামলার শুনানি কোন আদালতে হবে। এরপর পার্থর জামিনের আবেদনের শুনানি হতে পারে। আদৌ তিনি এই বছর জামিন পান কিনা এবার সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর