বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অবশেষে তাঁর জামিন মঞ্জুর করল আদালত। সোমবার ইডির বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। জানা যাচ্ছে, ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে পার্থ ‘বান্ধবী’র। সেই সঙ্গেই আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত।
শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা (Arpita Mukherjee)!
এদিন ব্যাঙ্কশাল আদালতের তরফ থেকে বলা হয়, জামিন পেলেও অর্পিতাকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি এই মামলা (Recruitment Scam Case) চলাকালীন তিনি বাইরে কোথাও যেতে পারবেন না। মা মারা যাওয়ার কারণে প্যারোলে মুক্ত ছিলেন অর্পিতা। সেই আবহেই এল জামিন পাওয়ার খবর।
সম্প্রতি মাতৃবিয়োগের কারণে প্যারোলে মুক্তি পান অর্পিতা (Arpita Mukherjee)। গত বৃহস্পতিবার প্যারোলে মুক্তি পান তিনি। এরপর তাঁর আবেদনের ভিত্তিতে রাজ্য কারা দফতরের তরফ থেকে প্যারোলের মেয়াদ বৃদ্ধি করা হয়। রবিবার দুপুরের পরিবর্তে সোমবার দুপুরে তিনি সংশোধনাগারে ফিরবেন বলে জানা যায়। এর মাঝেই এল অর্পিতার জামিন মঞ্জুর হওয়ার খবর।
আরও পড়ুনঃ হামলার ব্লুপ্রিন্ট বানায় বিহারের জেলফেরত আসামি! কসবা কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিশ
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ২০২২ সালে পার্থর নাকতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি (Enforcement Directorate)। দীর্ঘ তল্লাশি এবং জেরার পর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়। এরপর পার্থ ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা, সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার হয়।
এর কয়েকদিনের মাথায় বেলঘরিয়ায় অর্পিতার (Arpita Mukherjee) দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ২৮ কোটি টাকা নগদ এবং বিপুল পরিমাণ গয়না উদ্ধার করে ইডি। যা নিয়ে রাজ্য জুড়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছিল। আজ সেই অর্পিতাই আদালতের তরফ থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন।