অর্পিতার বাড়িতে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার উৎস কী? এবার ফাঁস করলেন পার্থ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অন্যদিকে পার্থ ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) টালিগঞ্জ এবং বেলঘরিয়ায় ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড় উদ্ধার করে ইডি। এরপরই গ্রেফতার করা হয় অর্পিতাকেও। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধার হওয়ায় শোরগোল পরে গিয়েছিল গোটা রাজ্যে।

২২ পেরিয়ে ২৩! কেটে গিয়েছে প্রায় একটি বছর। এখনও জেলে ঘানি টেনেই দিন কাটছে পার্থ-অর্পিতার। বয়ে যাচ্ছে সময়, তবে অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সেই কাঁড়ি কাঁড়ি টাকার উৎস কী? কে সেসবের মালিক? উত্তর মেলেনি তার।পূর্বে আদালতে অর্পিতা জানিয়েছিলেন, ওই টাকা, গয়না কোনোটাই তার নয়। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরও দাবি উদ্ধার হওয়া বিপুল পরিমান ওই অর্থের সাথে দূর দুরন্তেও কোনো যোগাযোগ নেই তার মক্কেল পার্থর।

তবে কার টাকা সেসব? উড়ে উড়ে তো আর অর্পিতার ফ্ল্যাটে চলে আসেনি। তবে এবার এই নিয়ে মুখ খুললেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আদালত চত্বরে এই নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “খুঁজে বার করুন।” প্রসঙ্গত, এর আগেও বহুবার পার্থবাবুকে একই প্রশ্ন করা হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। তবে এদিন হঠাৎ পার্থর এই মন্তব্য যে বেশ তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

পাশাপাশি প্রতিবারের ন্যায় এবারেও নিজেকে নির্দোষ দাবি করে পার্থ বলেন, “নিয়োগের ক্ষেত্রে মন্ত্রীর কোনও ভূমিকা নেই। প্রতিটি সংস্থা বোর্ড দ্বারা পরিচালিত। এখানে মন্ত্রীর কোনও ভূমিকা নেই আইনগতভাবে। নিয়োগকর্তাও মন্ত্রী নেই।” কিন্তু যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে শাস্তির বিষয়ে তার কী মতামত? সাংবাদিকরা পার্থকে এই প্রশ্ন করলে এর জবাবে পার্থ বলেন, “এক বছরে কিছু হল না…”।

প্রসঙ্গত, গতবছর টালিগঞ্জে পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ ২১ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। এরপর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এক সঙ্গে এত নগদ টাকা কিকরে এল সেই প্রশ্নের উত্তর আজও অধরা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X