জেলের অন্দরে বন্দিদশায় ‘সেঞ্চুরি’ হাঁকালেন পার্থ! ‘অপূর্ণতা’-র কাহিনী মেশানো ১০০ দিনের যাত্রাপথ

বাংলা হান্ট ডেস্কঃ ২২ গজে অবতীর্ণ হয়ে কবে সেঞ্চুরি হাঁকাবেন ভারতীয় ক্রিকেট দলের ‘পোস্টার বয়’ বিরাট কোহলি কিংবা নতুন জার্সি গায়ে নয়া ক্লাবের হয়ে কবে ১০০-তম গোলে পৌঁছবেন লিওনেল মেসি; এসকল অনন্য নজিরের অপেক্ষায় থাকেন বহু ক্রিকেট এবং ফুটবল প্রেমীরা। তবে এর মাঝেই বর্তমানে বাংলায় এহেন এক অভূতপূর্ব রেকর্ড স্পর্শ করলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যদিও এই রেকর্ডটি যে তিনি ছুঁয়ে দেখবেন, তা কখনোই ভাবেননি পার্থ। তবে শেষ পর্যন্ত অনন্য নজির গড়ে জেলের অন্দরে ১০০ দিন যাপনের রেকর্ড করে ফেললেন প্রাক্তন এই তৃণমূল কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে এটিকে আবার ‘পূর্ণতা’ বলে খোঁচা মেরেছে একাধিক নেট ব্যবহারকারীরা।

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। শুধু তাই নয়, পরবর্তীতে একাধিক চাঞ্চল্যকর তথ্য মেলে পার্থ-অর্পিতার বিরুদ্ধে।

পরবর্তীতে আদালতের নির্দেশে সিবিআই এবং ইডি হেফাজতের পর বর্তমানে জেলে বন্দিদশা কেটে চলেছে পার্থর। একইসঙ্গে গতকাল আদালতের নির্দেশে পুনরায় একবার ১৪ দিনের জেল হেফাজত হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর এবং এদিন অবশেষে ১০০ দিন জেলে থাকার অনন্য রেকর্ড ছুঁয়ে ফেললেন পার্থ চট্টোপাধ্যায়।

যদিও মাঝের এই ১০০ দিনের সময়কালে একাধিক পরিবর্তনের সাক্ষী রেখেছে গোটা বাংলা। এমনকি, যে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে তৃণমূল মহাসচিবের পদ থেকে শুরু করে অন্যান্য একাধিক দায়িত্বভার তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে সেই পার্থই দলের এক বহিষ্কৃত নেতা হিসেবে রয়ে গিয়েছেন! এক্ষেত্রে মুখে ‘দলের সঙ্গে রয়েছি’ বার্তা দিলেও আদতে কিন্তু পার্থের ‘পূর্ণতা’-র তালিকা এক প্রকার ভাঁড়ে মা ভবানী বলা চলে! এমনকি গতকাল আদালতের নিকট দাঁড়িয়ে পার্থ বলেই ফেলেন, “১০০টা দিন কাটতে চলল আমার। কিন্তু কিছুই পাওয়া যায়নি।”

Untitled design 2022 08 25T163517.320 1

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি অর্থ উদ্ধার হওয়ার পরবর্তী সময়ে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয় এককালীন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে হেফাজতে থাকা অনুব্রত মণ্ডল এবং অন্যান্য একাধিক তৃণমূল নেতাদের পাশে দাঁড়ালেও পার্থ প্রসঙ্গে একটিও মন্তব্য করতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কতদিন হেফাজতে থাকতে হবে, সে বিষয়ও স্পষ্ট নয়। আবার অপরদিকে, পূর্ণতার মাঝে অপূর্ণতার গল্পই যে ক্রমাগত সঙ্গী হয়ে চলেছে পার্থের, তা একবাক্যে স্বীকার করে নেবেন আট থেকে আশি সকলেই।


Sayan Das

সম্পর্কিত খবর